• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

কালবৈশাখী ঝড়ে অটোরিকশা চালকের মৃত্যু

জামালপুর প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ০৬ মে ২০২০, ০৯:৫৪
জামালপুর নিহত ফায়ার সার্ভিস
জামালপুরে কালবৈশাখী ঝড়ে নিহত ব্যক্তিকে উদ্ধার করে নিয়ে যাচ্ছে ফায়ার সার্ভিসের কর্মীরা

জামালপুরে কালবৈশাখী ঝড়ে গাছের ডাল ভেঙে পড়ে এক অটোরিকশা চালক মারা যাওয়ার ঘটনা ঘটেছে।

গতকাল মঙ্গলবার বিকেলে পৌর শহরের জামালপুর জেনারেল হাসপাতাল রোডে সিভিল সার্জন কার্যালয়ের সামনে কালবৈশাখী ঝড়ে একটি পুরাতন গাছের ডাল ভেঙে পড়ে এক অটোরিকশাচালক মারা গেছেন।

জামালপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আফসার উদ্দিন জানান, কালবৈশাখী ঝড়ে রাস্তার পাশের একটি পুরাতন গাছ ভেঙে অটো রিকশার ওপর পড়ে।

এতে গাছের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মান্নান নামে এক অটোরিকশা চালকের মৃত্যু হয়। পরে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে তার মরদেহ উদ্ধার করে। নিহত অটোরিকশা চালক মান্নান পৌর শহরের নাওভাঙ্গা চর এলাকায় বাসা ভাড়া নিয়ে থাকতেন। তার গ্রামের বাড়ি মেলান্দহ উপজেলার ফুলকোঁচা ইউনিয়নের রেখি পাড়া গ্রামে।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
স্বামীর মৃত্যুর পর নিজেকে শেষ করে দিতে চেয়েছিলেন বিদ্যা
যুক্তরাষ্ট্রের প্রভাব থাকলে মৃত্যু হতে পারে ইউরোপের : ম্যাক্রোঁ
মেয়েকে ধর্ষণে বাবার মৃত্যুদণ্ড
দায়িত্বরত অবস্থায় ট্রাফিক ইন্সপেক্টরের মৃত্যু
X
Fresh