• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

ঝিনাইদহে চিকিৎসক, সাবেক সংসদ সদস্যসহ আরও ৭ জন করোনায় আক্রান্ত

ঝিনাইদহ প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ০৫ মে ২০২০, ১৭:৪৪
ঝিনাইদহে চিকিৎসক, সাবেক সংসদ সদস্যসহ আরও ৭ জন করোনায় আক্রান্ত

ঝিনাইদহে নতুন করে ৩ জন চিকিৎসক ও ১ জন সাবেক সংসদ সদস্যসহ মোট ৭ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট ২৮ জন করোনা রোগী শনাক্ত হলো।

ঝিনাইদহ সিভিল সার্জন অফিসের করোনা বিষয়ক মুখপাত্র ডাক্তার প্রসেনজিৎ বিশ্বাস পার্থ আনান, আজ মঙ্গলবার (৫ মে) সকাল ১০টার দিকে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ল্যাব থেকে ৩৫টি নমুনার রিপোর্ট এসেছে তার মধ্যে ৭ জনের রিপোর্ট পজিটিভ রয়েছে। করোনা আক্রান্তদের মধ্যে ৩ জন চিকিৎসক ও ১ জন সাবেক সংসদ সদস্য রয়েছে।

তিনি আরও জানান, আক্রান্ত ৭ জনের মধ্যে ঝিনাইদহ সদরে ২ জন, শৈলকুপায় ২ জন, কালীগঞ্জে ২ জন ও কোটচাঁদপুরে ১ জন রয়েছে।

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৭৮৬ জন। এ নিয়ে করোনায় মোট আক্রান্ত হয়েছেন ১০ হাজার ৯২৯ জন। আর এ সময় মারা গেছেন ১ জন। এখন পর্যন্ত করোনায় দেশে মোট মারা গেছেন ১৮৩ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ১৯৩ জন। এ নিয়ে এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১ হাজার ৪০৩ জন।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
করোনায় আরও একজনের মৃত্যু
আরও ৩৫ জনের করোনা শনাক্ত
করোনায় প্রাণ গেলো আরও ১ জনের, শনাক্ত ৪৯
আরও ৪৬ জনের শারীরে করোনা
X
Fresh