• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

নবীনগরে করোনাভাইরাসে আক্রান্ত ১১

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ০৫ মে ২০২০, ১০:২৩
করোনা নবীনগর ব্রাহ্মণবাড়িয়া
ফাইল ছবি

ব্রাহ্মণবাড়িয়ার করোনা পরিস্থিতি উন্নতি হওয়ার মধ্যে হঠাৎ করে একদিনে সর্বোচ্চ ১১ জন আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেল।

জেলার নবীনগরে উপজেলার জাফরপুর গ্রামে এক পরিবারের ১০ জনসহ ১১ জন আক্রান্ত হওয়ার খবর গতকাল সোমবার দুপুরে নিশ্চিত করেছেন সিভিল সার্জন মো. একরাম উল্লাহ।

জেলায় নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৫৭ জনে। ইতিমধ্যেই সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৩ জন। এখন ১৯ জন জেলা বক্ষব্যধি হাসপাতালসহ বিভিন্ন স্থানে আইসোলেশনে আছেন। জেলার আখাউড়া নাসিরনগর উপজেলায় মারা গেছেন দুজন। সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, এখন পর্যন্ত জেলায় ১৬৭৮ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে।

এর মধ্যে ফলাফল এসেছে ১২৭৭ জনের। ৪৬ জন বাদে বাকিদের নমুনা সংগ্রহের ফলাফলে নেগেটিভ আসে। এখনও প্রতিদিন নমুনা সংগ্রহের কাজ চলছে। পাশাপাশি ফলাফলও পাওয়া যাচ্ছে প্রতিদিন।

ফলাফল বিশ্লেষণ করে দেখা যায়, এখন আক্রান্ত রোগীর সংখ্যা অনেকটাই কমে আসে। গেল রোববার পাওয়া ফলাফলে ২৪ ঘণ্টায় একজন, শনিবার পাওয়া ফলাফলে একজনও আক্রান্ত ছিলেন না। শুক্রবার পাওয়া ফলাফলে দুইজন করোনায় আক্রান্ত হন। তবে এর আগের দিন চারজন, ২৮ মার্চের ফলাফলে ছয়জন আক্রান্ত হওয়ার ফলাফল আসে। তবে সোমবার একদিনেই ১১ জন আক্রান্ত হওয়ার খবর পাওয়া যায়।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
প্রেম করে বিয়ের ২ মাসের মাথায় প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা 
সড়কে ঝরল কর্মসংস্থান অফিসের সহকারী পরিচালকের প্রাণ
ব্রাহ্মণবাড়িয়ায় সাহিত্য একাডেমির আয়োজনে বৈশাখী উৎসব
X
Fresh