• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

নোয়াখালীতে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে যুবকের মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ০৪ মে ২০২০, ০৯:২৪
করোনা মৃত্যু যুবক
ফাইল ছবি

জ্বর, শ্বাসকষ্টসহ করোনভাইরাসের উপসর্গ নিয়ে ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতালে ইউসুফ স্বপন (৩৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

গতকাল রোববার রাত ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নিয়ে জেলায় গেল পাঁচ দিনে করোনাভাইরাাসের উপসর্গ নিয়ে দুই নারীসহ মারা গেল তিনজন।

নিহত ইউসুফ বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের হাজীপুর এলাকার নুর মোহাম্মদের ছেলে।

তিনি চৌমুহনীর গোলাবাড়িয়া এলাকার সুগন্ধা কমিউনিটি সেন্টারের ম্যানেজার ছিলেন।

হাসপাতল সূত্রে জানা যায়, গতকাল রোববার বিকেলে জ্বর, কাশি শ্বাসকষ্ট নিয়ে ভর্তি হন ইউসুফ। পরীক্ষা নিরীক্ষা করে দেখা যায় তার ফুসফুসের অবস্থা খুব খারাপ।

পরে তাকে দ্রুত ঢাকায় কুর্মিটোলা নিয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হলেও পরিবারের পক্ষ থেকে তারা নেয়নি। একপর্যায়ে রাত প্রায় ১০টার দিকে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

নোয়াখালী জেনারেল হাসপাতালের আরএমও সৈয়দ মহি উদ্দিন আবদুল আজিম জানান, তার শরীর থেকে করোনা পরীক্ষার নমুনা নেয়ার পর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

উল্লেখ, ইউসুফসহ জেলায় গেল পাঁচ দিনে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে মারা গেছে তিনজন।

এর মধ্যে গতকাল রোববার ভোরে সেনবাগ উপজেলার কাবিলপুর ইউনিয়নে নানার বাড়িতে বেড়াতে এসে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে মারা যান মাদরাসাছাত্রী তনিমা ইসলাম (১৩) তার বাবার বাড়ি বেগমগঞ্জ উপজেলায়। এর আগে গেল বুধবার সকালে নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সদর উপজেলার করমুল্যা এলাকার বাসিন্দা রোকসানা আক্তার (১৭)

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাজধানীতে যুবকের মৃত্যু, চিকিৎসকের ধারণা হিট স্ট্রোক
চরফ্যাশনে হিটস্ট্রোকে যুবকের মৃত্যু
জানাজা শেষে ফেরার পথে সড়কে মা-ছেলের মৃত্যু 
ব্যবসায়ী নেতার মৃত্যুতে আখাউড়া স্থলবন্দরের কার্যক্রম বন্ধ
X
Fresh