• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

আজও শিমুলিয়া ঘাটে ঢাকামুখী শ্রমজীবী মানুষের চাপ

মুন্সীগঞ্জ প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ০৩ মে ২০২০, ১২:৫৮
শিমুলিয়া ঘাট

চাকরিতে যোগ দিতে আজও শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটের শিমুলিয়া ঘাটে ঢাকামুখী দক্ষিণবঙ্গের হাজারও শ্রমজীবী মানুষের চাপ দেখা গেছে।

আজ রোববার (৩ মে) অষ্টম দিনের মতো সকালে ফেরিগুলোতে গাড়ির তুলনায় শ্রমজীবী মানুষের সংখ্যাই ছিল বেশী।

মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাট দিয়ে ঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুরসহ দেশের বিভিন্ন জেলা থেকে শ্রমিকরা খুলে দেয়া ফ্যাক্টরি, কলকারখানায় যোগ দিতে পরিবার-পরিজন নিয়ে ফিরছেন। তবে বেলা বাড়ার সাথে সাথে কমছে লোক সংখ্যা।

এদিকে গণপরিবহন চলাচল বন্ধ থাকায় শিমুলিয়া ঘাট থেকে ছোট ছোট গাড়ি, মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহনে ভেঙে ভেঙে শ্রমিকরা নিজেদের গন্তব্যে যাচ্ছেন। এতে বাড়তি টাকাও গুণতে হচ্ছে তাদের।

বিআইডব্লিউটিসি (শিমুলিয়া ঘাট) ব্যবস্থাপক সাফায়াত আহম্মেদ জানান, আজও সকাল থেকে শিমুলিয়া ঘাটে কাঁঠালবাড়ি ঘাট থেকে আসা লোকের চাপ ছিল। গাড়ির তুলনায় লোক সংখ্যাই ছিল বেশী। এদের মধ্যে বিভিন্ন কলকারখানার শ্রমজীবী মানুষের সংখ্যাই বেশী বলে মনে হয়েছে। তবে বেলা বাড়ার সাথে সাথে লোক সংখ্যাও কমছে। আজকে এ রুটে ৫টি ফেরি চলাচল করছে।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh