• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

বসন্তের ছোঁয়া রাজশাহীতেও

আরটিভি অনলাইন রিপোর্ট, রাজশাহী

  ১৩ ফেব্রুয়ারি ২০১৭, ১৮:৫৭

‘ফুল ফুটুক আর নাই ফুটুক আজ বসন্ত’ ঋতুরাজ বসন্তের আগমনকে স্বাগত জানিয়ে মেতেছে রাজশাহী নগরীও। রাজশাহী বিশ্ববিদ্যালয়, রাজশাহী কলেজসহ নগরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও বিনোদন স্পটগুলোতে ছিল তরুণ-তরুণীদের ভিড়।

দিনব্যাপী চলেছে বসন্ত বরণ উৎসব। একে অপরকে জানিয়েছেন ফাল্গুনী শুভেচ্ছা। সোমবার সকাল থেকেই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ফাগুনী পোশাকে চারুকলা বিভাগসহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা আনন্দ র‌্যালি করে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদিক্ষণ করে।

এদিকে, সকালে কলেজ থেকে বসন্ত বরণ র‌্যালীর আয়োজন করা হয়। র‌্যালিতে শিক্ষার্থীরা ছাড়াও শিক্ষকরা অংশ নেন। কলেজে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বর্ণিল সাজে শিক্ষার্থীরা এসব আয়োজনে অংশ নেয়। নেচে-গেয়ে তারা ঋতুরাজকে স্বাগত জানায়।

মহানগরীর বিনোদন স্পটগুলোতে নামে মানুষের ঢল। বিশেষ করে সন্ধ্যার দিকে পদ্মা পাড়ে নামে মানুষের ঢল। এসময় অনেকেই নৌকায় ঘুরতে বের হন। কেউ কেউ চরেও ঘুরতে যান। নগরীর জিয়া পার্কেও ছিল দারণ ভিড়।

এসজে/

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh