• ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
logo

নড়াইলে চাল চুরির ঘটনায় চেয়ারম্যান গ্রেপ্তার

নড়াইল প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ০২ মে ২০২০, ১৩:২৭
গ্রেপ্তার নড়াইল চেয়ারম্যান
প্রতিকী ছবি

নড়াইলে ভিজিডির ৪০ টন ৮০০ কেজি চাল চুরির মামলায় বরখাস্তকৃত পেড়লী ইউপি চেয়ারম্যান জারজিদ মোল্যাকে (৫২) গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।

শুক্রবার দুপুরে তাকে কালিয়া উপজেলার খড়রিয়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

মামলার বিবরণে জানা যায়, তার বিরুদ্ধে বিভিন্ন সময়ে ৮৫জন জীবিত মৃত ব্যক্তির নামে ভিজিডির ৪০ টন ৮০০ কেজি চাল আত্মসাতের অভিযোগ রয়েছে। ঘটনায় গত ১৮ এপ্রিল পেড়লী ইউপি চেয়ারম্যান জারজিদ মোল্যার বিরুদ্ধে কালিয়া থানায় মামলা দায়ের করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের সুপারভাইজার মতিয়ার রহমান।

বিষয়ে পরবর্তী কার্যক্রমের জন্য যশোর দুদক কার্যালয়ে পাঠানো হয়। পরে আদালতে দুদক মামলা আমলে নেয়ার পর এক মে সকালে নড়াইলের গেয়েন্দা পুলিশ তাকে গ্রেপ্তার করে

ব্যাপারে নড়াইলের পুলিশ সুপার মোহাম্মাদ জসিম উদ্দিন পিপিএম বার বলেন, জারজিদ মোল্যার বিরুদ্ধে ভিজিডির ৪০ টন ৮০০ কেজি চাল আত্মসাতের অভিযোগে দুদকের মামলায় তাকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
১৭ বছরের সাজাপ্রাপ্ত আসামি ২২ বছর পর গ্রেপ্তার
বারের সামনে চুলোচুলি, ভাইরাল সেই ৩ নারী গ্রেপ্তার
সরকারি ৮৭০ কেজি চালসহ দোকানি গ্রেপ্তার
ছাত্রলীগের চার নেতাকে গুলি, স্বেচ্ছাসেবকলীগ নেতাসহ গ্রেপ্তার ৩
X
Fresh