• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

টাঙ্গাইলে গার্মেন্টস শ্রমিক করোনা আক্রান্ত

টাঙ্গাইল প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ০২ মে ২০২০, ১০:২৯
টাঙ্গাইলে গার্মেন্টস শ্রমিক করোনা আক্রান্ত

টাঙ্গাইলে নতুন করে আরও ১ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তিনি ঢাকায় পোশাক শ্রমিকের কাজ করেন। তার বাড়ি গোপালপুর উপজেলায় হাদিরা ইউনিয়নে। এ নিয়ে জেলায় মোট ২৬ জনের দেহে করোনাভাইরাসে শনাক্ত হলো।

শনিবার (২ মে) সকালে ৮টার দিকে টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. মো. ওয়াহিদুজ্জামান নতুন করে ১ জন আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, শুক্রবার জেলা থেকে মোট ৮১টি নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়। পরে শুক্রবার সকালে ঢাকা থেকে একজনের আক্রান্তের বিষয়টি জানানো হয়। এ ব্যাপারে আক্রান্তের বাড়ি লকডাউনসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে।

তিনি আরও বলেন, ২৬ জন আক্রান্তের মধ্যে ২ জন ঢাকায় মারা যান এবং ৫ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

এ ব্যাপারে গোপালপুর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলীম আল রাজি বলেন, আক্রান্ত ওই নারীর বয়স ১৮। তিনি কিছুদিন আগে ঢাকা থেকে বাড়িতে আসেন। তিনি ঢাকায় একটি প্রতিষ্ঠানের গার্মেন্টস কর্মীর কাজ করেন। তার জ্বরসহ করোনার উপসর্গ লক্ষণ দেখা দিলে গত বৃহস্পতিবার নমুনা সংগ্রহ করে শুক্রবার ঢাকায় পাঠানো হয়। পরে নমুনার ফলাফলে পজিটিভ আসে। এ নিয়ে এ উপজেলায় মোট ২ জন করোনায় আক্রান্ত হলেন।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
করোনায় আরও একজনের মৃত্যু
আরও ৩৫ জনের করোনা শনাক্ত
করোনায় প্রাণ গেলো আরও ১ জনের, শনাক্ত ৪৯
আরও ৪৬ জনের শারীরে করোনা
X
Fresh