• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

করোনাভাইরাস : সাভারে ৭ পোশাক শ্রমিক আক্রান্ত

সাভার প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ০২ মে ২০২০, ০৮:৫৪
করোনাভাইরাস : সাভারে ৭ পোশাক শ্রমিক আক্রান্ত

সাভারের সাত পোশাক শ্রমিকের দেহে করোনাভাইরাস সংক্রমণ ধরা পড়েছে।

শুক্রবার (১ মে) রাতে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. নাজমুল হুদা মিঠু জানান, গত ২৪ ঘণ্টায় ৫১ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য বাংলাদেশ প্রাণীসম্পদ গবেষণা ইনস্টিটিউটে (বিএলআরআই) পাঠানো হয়। এদের মধ্যে আটজনের রিপোর্ট পজিটিভ আসে। এদের সাতজনই পোশাক শ্রমিক। একজন হেমায়েতপুরে এবং বাকিরা সাভারের উলাইলে ভাড়া বাসায় থাকেন।

এর আগে গত বৃহস্পতিবার সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সায়েমুল হুদা গার্মেন্টস কারখানা এবং উপজেলার সব প্রবেশপথ বন্ধ করার সুপারিশ উপজেলা প্রশাসনের কাছে পাঠান।

ডা. নাজমুল হুদা মিঠু জানান, আক্রান্তদের সঙ্গে যোগাযোগ করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানোর প্রস্তুতি নেওয়া হয়েছে। এছাড়া তাদের কর্মস্থলগুলো চিহ্নিত করার চেষ্টা চালানো হচ্ছে। পাশাপাশি আক্রান্তদের বাসাসহ আশপাশের কয়েকটি বাসা লকডাউন করা হয়েছে।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
করোনায় আরও একজনের মৃত্যু
আরও ৩৫ জনের করোনা শনাক্ত
করোনায় প্রাণ গেলো আরও ১ জনের, শনাক্ত ৪৯
আরও ৪৬ জনের শারীরে করোনা
X
Fresh