• ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
logo

পটুয়াখালীতে সুস্থ হলেন ৪ করোনা রোগী

স্টাফ রিপোর্টার, পটুয়াখালী

  ৩০ এপ্রিল ২০২০, ১৬:২৭
পটুয়াখালীতে সুস্থ হলেন ৪ করোনা রোগী
পটুয়াখালী

পটুয়াখালীতে করোনাভাইরাস থেকে সুস্থ হয়ে প্রথম দফায় বাড়ি ফিরলেন ৪ জন। পটুয়াখালীর ৫০ শয্যা বিশিষ্ট করোনা আইসোলেশন ইউনিটে চিকিৎসাধীন থাকা ওই চারজনকে আজ বৃহস্পতিবার দুপুরে সুস্থতার ছাড়পত্র দিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ।

এরমধ্যে দশমিনায় তিনজন ও সদর উপজেলায় একজন। এদের বয়স ১৮ থেকে ৪৫ বছরের মধ্যে। বিষয়টি সিভিল সার্জন নিশ্চিত করেছে।

এই ভাইরাস থেকে সুস্থ হওয়া এক ব্যক্তি বলেন, ‘করোনায় আক্রান্ত হওয়ায় আমি খুব ভয় পেয়ে যাই। মনে করেছি আর হয়তো বাঁচবো না এবং সুস্থ হয়ে পরিবারের কাছে যেতে পারবো না। কিন্তু আল্লাহর অশেষ রহমতে এবং চিকিৎসকদের সেবায় বেঁচে গেছি। আমার যে কি আনন্দ লাগছে তা বলে বুঝাতে পারবো না।’

এ ব্যাপারে পটুয়াখালীর সিভিল সার্জন ডা. মোহাম্মদ জাহাংগীর আলম শিপন জানান, পটুয়াখালী জেলায় মোট ২৭ জন কোভিড-১৯ করোনাভাইরাসে আক্রান্ত হয়। এরমধ্যে ৩ জন মারা গেছেন এবং ৪ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।

বর্তমানে করোনা আইসোলেশন ইউনিটে চিকিৎসাধীন কোভিড-১৯ আক্রান্ত রোগী রয়েছে ২০ জন। তিনি আরও জানান, যে চারজন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন তারা আগামী ১৪ দিন বাড়িতেই হোম কোয়ারেন্টিনে থাকবেন।

এজে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অসুস্থ খন্দকার মোশাররফকে দেখতে গেলেন মির্জা ফখরুল
প্রচণ্ড গরমে সুস্থ থাকতে যা করবেন
গরমে বাড়ছে জ্বর-ডায়রিয়া, অসুস্থদের অধিকাংশই শিশু
অসুস্থ পুলিশ সদস্যদের দেখতে হাসপাতালে আইজিপি
X
Fresh