• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

নারায়ণগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার পরিবারের ১৮ জনই করোনায় আক্রান্ত

নারায়ণগঞ্জ প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ২৮ এপ্রিল ২০২০, ১৯:৪৮
নারায়ণগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার পরিবারের ১৮ জনই করোনায় আক্রান্ত

নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি যৌথ পরিবারের ১৮ সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। জানা যায়, আক্রান্ত সবাই নারায়ণগঞ্জ সিভিল সার্জন অফিসের স্বাস্থ্য কর্মকর্তা ডা. শিল্পী আক্তারের পরিবারের সদস্য। তবে করোনাভাইরাস শনাক্তকরণ পরীক্ষায় ডা. শিল্পী আক্তারের ফলাফল কোভিড-১৯ নেগেটিভ এসেছে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকেলে সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

ডা. শিল্পীর বা-মাসহ পরিবারটির ১৮ সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে রয়েছেন ১৪ বছর বয়সী কিশোর থেকে ৭৪ বছর বয়সী বৃদ্ধ রয়েছে।

এ বিষয়ে শিল্পী আক্তার জানান, আক্রান্তদের মধ্যে বয়স্ক, কিশোর, মা, বাবা, ভাই-বোন সবাই রয়েছেন। তিনি দায়িত্ব পালনকালে অফিসে তার ছোটভাই খাবার দিয়ে যেত। এতে ছোট ভাই কিছুটা অসুস্থ অনুভব করলে তার নমুনা পরীক্ষা করা হয়। ২১ তারিখ সে পজিটিভ হয়। পরে পরিবারের সবার নমুনা পরীক্ষা করানো হলে সবারই পজিটিভ আসে। তবে আমার আসে নেগেটিভ। এছাড়া পরিবারের একদম কনিষ্ঠ ৭ বছরের সদস্য করোনামুক্ত।

শিল্পী আক্তার আরও জানান, বর্তমানে আক্রান্তদের সবাই বাড়িতে আইসোলেশনে আছেন। সেখানেই তাদের চিকিৎসা চলছে।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
করোনায় আরও একজনের মৃত্যু
আরও ৩৫ জনের করোনা শনাক্ত
করোনায় প্রাণ গেলো আরও ১ জনের, শনাক্ত ৪৯
আরও ৪৬ জনের শারীরে করোনা
X
Fresh