• ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
logo

চট্টগ্রামে যুবলীগ নেতাকে গুলি করে হত্যা

চট্টগ্রাম প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ২৭ এপ্রিল ২০২০, ১১:১২
যুবলীগ নেতা চট্টগ্রাম
প্রতিকী ছবি

চট্টগ্রামের রাউজানে ডিম পোনা সংগ্রহকারী এক যুবলীগ নেতাকে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা।

চট্টগ্রামের রাউজানে ডিম পোনা সংগ্রহকারী এক যুবলীগ নেতাকে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা।

গতকাল রোববার বিকেল সাড়ে চারটার দিকে রাউজান পৌরসভার এক নম্বর ওয়ার্ডের অংকুরীঘোনা এলাকার মিলন বড়ুয়ার বাড়িতে হত্যাকাণ্ড ঘটে।

নিহত ওই যুবকের নাম বিধান বড়ুয়া (৩৮) তিনি ওই এলাকার মৃত মৃত সাধন বড়ুয়ার ছেলে পৌরসভার এক নম্বর ওয়ার্ড যুবলীগের সহ-সভাপতি।

পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি হালদা নদী থেকে ডিম পোনা সংগ্রহ করে বিক্রি করতেন।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, বিধানের বাড়িসংলগ্ন হালদা নদীতে এখন মা মাছ ডিম ছাড়ার মৌসুম। তবে এখনও নদীতে মা মাছ ডিম ছাড়েনি। কয়েকশডিম সংগ্রহকারীর মধ্যে বিধান বড়ুয়া ছিলেন অন্যতম ডিম পোনা সংগ্রহকারী।

স্থানীয়দের ধারণা, নদীতে ডিম সংগ্রহকে কেন্দ্র করে তাকে হত্যা করা হয়ে থাকতে পারে। আবার অনেকের ধারণা এলাকার আধিপত্য নিয়ে খুনের ঘটনা ঘটতে পারে।

স্থানীয় বাসিন্দা, জনপ্রতিনিধি পুলিশের সঙ্গে কথা বলে জানা গেছে, বিধানকে বাড়ির সামনে গুলি করার পর সন্ত্রাসীরা ফাঁকা গুলি ছুড়তে ছুড়তে পালিয়ে যায়। পরে গুলিবিদ্ধ অবস্থায় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে সন্ধ্যায় তার মৃত্যু হয়।

রাউজান পৌরসভার এক নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আলমগীর আলী বলেন, গেল এক সপ্তাহ আগে বিধানের সঙ্গে পুকুরের মাছ চাষ নিয়ে স্থানীয় একটি প্রতিপক্ষের মারামারি হয়। এর মধ্যে রোববার বিকেলে বিধানকে বাড়ির সামনে কয়েকজন গুলি করে পালিয়ে যায়।

রাউজান পৌরসভা যুবলীগের সাধারণ সম্পাদক জিয়াউল হক বলেন, বিধান পৌরসভার এক নম্বর ওয়ার্ড যুবলীগের সহ-সভাপতি ছিলেন।

রাউজান থানার উপ-পরিদর্শক (এসআই) আমজাদ হোসেন বলেন, হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে তারা মাঠে আছেন। মামলার প্রক্রিয়া চলছে।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
উপজেলা নির্বাচনে প্রার্থী হওয়ায় বিএনপির দুই নেতার বিরুদ্ধে ঝাড়ু মিছিল
মায়ের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন অভিনেতা রুমি
উপজেলা নির্বাচনে মাঠে আছেন বিএনপির অন্তত ৩০ নেতা 
লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপি নেতা কারাগারে
X
Fresh