• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

পায়ে হেঁটে ফের কর্মস্থলে ফিরছে পোশাক কর্মীরা

টাঙ্গাইল প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ২৫ এপ্রিল ২০২০, ১৬:৪৮
টাঙ্গাইল পোশাক করোনা
ছবি সংগৃহীত

সরকারের সাধারণ ছুটির সঙ্গে বেড়েছে গণপরিবহন বন্ধের ঘোষণাও। কেবল বাড়েনি পোশাককর্মীদের ছুটি। এজন্য আজ শনিবার সকাল থেকেই কর্মস্থলে যোগ দিতে শত শত কর্মীর স্রোত দেখা যাচ্ছে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে।

গণপরিবহন না থাকায় অনুমোদনহীন যানবাহন পায়ে হেঁটে চরম ঝুঁকি নিয়েই কর্মস্থলে যাচ্ছেন তারা।

কাজে যোগ না দিতে না পারলে দেখা দিয়েছে চাকরির অনিশ্চয়তা।

এদিকে গ্রামেও খাদ্যসংকট দেখা দেওয়ায় করোনার ঝুঁকি নিয়েই মাইলের পর মাইল হেঁটে যাচ্ছেন তারা। মহাসড়কেও পড়তে হচ্ছে নানা হয়রানিতে।

এদিকে মহাসড়কে চোখে পড়েনি পুলিশি তৎপরতা।

এলেঙ্গা বাসস্ট্যান্ড এলকায় লোকদেখানো এক দুটি অনুমোদনহীন যানবাহন থেকে যাত্রী নামিয়ে দিলেও প্রায় সবই চলছে দেদারছে। বিষয়ে কোনও কথা বলতেই রাজি হয়নি পুলিশ।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঈদযাত্রায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ভোগান্তির আশঙ্কা
লরি-কাভার্ডভ্যান মুখোমুখি সংঘর্ষে আগুন, নিহত ১
টাঙ্গাইলে শাড়ি তৈরিতে ব্যস্ত সময় পার করছেন তাঁতীরা
বঙ্গবন্ধু রেল সেতুর পৌনে ৪ কিলোমিটার দৃশ্যমান
X
Fresh