• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

বঙ্গবন্ধু সেতুতে সড়ক দুর্ঘটনায় পেট্রোলম্যান নিহত

টাঙ্গাইল প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ২৪ এপ্রিল ২০২০, ০৯:২৯
মৃত্যু সড়ক দুর্ঘটনা
ফাইল ছবি

বঙ্গবন্ধু সেতুতে সড়ক দুর্ঘটনায় বিবিএ এর আব্দুল কাদের (৩৫) নামে এক পেট্রোলম্যান নিহত হয়েছেন।

শুক্রবার ভোরে বঙ্গবন্ধু সেতুর ৩০ নম্বর পিলালের কাছে ঘটনাটি ঘটে।

আব্দুল কাদের বিবিএ এর ফায়ার অ্যান্ড রেসকিউ পদে কর্মরত ছিলেন।

তিনি ভূঞাপুর উপজেলার নিকরাইল ইউনিয়নের সারকলশিয়া গ্রামের আইয়ুব আলীর ছেলে।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী আইয়ুবুর রহমান জানান, ভোরে বঙ্গবন্ধু সেতুর ৩৮ নম্বর পিলালের কাছে ঢাকামুখী লেনে একটি মালবাহী ট্রাক বিকল হয়ে যায়।

সময় পেট্রোলম্যান আব্দুল কাদেরের নেতৃত্বে একটি দল ট্রাকটিকে উদ্ধার করতে যায়। সেতুর ৩০ নম্বর পিলারের কাছে তিনি উদ্ধার কাজ করছিলেন।

একপর্যায়ে উত্তরবঙ্গগামী একটি অজ্ঞাত একটি দ্রুতগামি গাড়ি তাকে চাপা দেয়। পরে তাকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে।

ঘাতক গাড়িটিকে শনাক্ত করতে সেতুতে স্থাপিত সিসি ক্যামেরা পর্যবেক্ষণ করা হচ্ছে। গাড়িটিকে শনাক্ত শেষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও ওসি জানান।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জানাজা শেষে ফেরার পথে সড়কে মা-ছেলের মৃত্যু 
মোল্লাহাটে বালুবাহী ট্রলিচাপায় নিহত ২
সাজেকে শ্রমিকবাহী ট্রাক খাদে, নিহত ৬
ঈদযাত্রায় বেশি মৃত্যু মোটরসাইকেল দুর্ঘটনায়
X
Fresh