• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

গাজীপুরে ত্রাণের দাবিতে মানববন্ধন

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ২২ এপ্রিল ২০২০, ১৯:১৮
গাজীপুরে ত্রাণের দাবিতে মানববন্ধন
গাজীপুর

গাজীপুরের শ্রীপুরে করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে ঘরে অবস্থান করা স্বল্প আয়ের সাধারণ মানুষ সরকারি ত্রাণ ও খাদ্য সহায়তার দাবিতে মানববন্ধন করেছে।

বুধবার (২২ই এপ্রিল) বিকেল চারটায় উপজেলার মুলাইদ গ্রামের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের রঙ্গীলা বাজার এলাকার কয়েকশ খেটে খাওয়া দিনমজুর, বিভিন্ন কলকারখানার শ্রমিক ও স্বল্প আয়ের সাধারণ মানুষ মানববন্ধনে অংশগ্রহণ করে ত্রাণ না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেন। পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের আশ্বাসের প্রেক্ষিতে তারা ঘরে ফিরে যায়।

গার্মেন্টস শ্রমিক মালা জানান, তার স্বামী মাটি কাটার কাজ করেন। করোনা ভাইরাসের জন্য প্রায় এক মাস যাবৎ কাজে যাওয়া বন্ধ। ঘরে মজুদ বলতে যা ছিল তা শেষ হয়েছে। এখন দিনমজুর স্বামী এখন কর্মহীন অবস্থায় ঘরে অবস্থান করছেন। এ অবস্থায় স্বামী-সন্তানসহ খেয়ে না খেয়ে জীবন কাটাচ্ছে তারা।

এজে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গাজীপুরে তুলার গুদামে অগ্নিকাণ্ড
এফডিসিতে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন
কালিয়াকৈরে তাপদাহে হাসপাতালে রোগীর সংখ্যা বেড়েই চলেছে
তাপদাহে গলে গেছে সড়কের পিচ, আটকে যাচ্ছে জুতা
X
Fresh