• ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
logo

বগুড়া জেলা লকডাউন ঘোষণা

বগুড়া প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ২১ এপ্রিল ২০২০, ১৮:১৭
বগুড়া জেলা লকডাউন ঘোষণা

করোনাভাইরাসের সংক্রমণ রোধে এবার উত্তরবঙ্গের প্রবেশদ্বার খ্যাত বগুড়া জেলাকে লকডাউন ঘোষণা করা হয়েছে।

আজ মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেলে লকডাউন ঘোষণার পর জেলা প্রশাসক ফয়েজ আহমেদ জানান, বগুড়ায় আদমদিঘি উপজেলার বাসিন্দা এক পুলিশ সদস্যসহ মোট তিনজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। করোনা যেন সারা জেলায় ছড়িয়ে পড়তে না পারে, এ জন্য পুরো জেলাকে লকডাউন ঘোষণা করা হয়েছে এবং পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এ আদেশ বলবৎ থাকবে।

লকডাউনের ঘোষণায় বলা হয়, জেলার জাতীয় ও আঞ্চলিক সড়ক, মহাসড়ক ও রেলপথে অন্য কোনও জেলা ও উপজেলা থেকে কেউ জেলায় প্রবেশ ও বের হতে পারবেন না। জেলার অভ্যন্তরে ও আন্তঃজেলার ক্ষেত্রে একই রূপ নিষেধাজ্ঞা বলবৎ থাকবে এবং সব ধরনের পরিবহন ও জনসমাগম বন্ধ থাকবে।

তবে জরুরি পরিষেবা, চিকিৎসাসেবা, কৃষিপণ্য, কৃষিকাজে নিয়োজিত সেবা, খাদ্যদ্রব্য সরবরাহ ও সংগ্রহ ইত্যাদি এর আওতাবহির্ভূত থাকবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
করোনায় আরও একজনের মৃত্যু
আরও ৩৫ জনের করোনা শনাক্ত
করোনায় প্রাণ গেলো আরও ১ জনের, শনাক্ত ৪৯
আরও ৪৬ জনের শারীরে করোনা
X
Fresh