• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

সখীপুরে প্রথম করোনা রোগী শনাক্ত, ১১ বাড়ি লকডাউন

টাঙ্গাইল প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ২০ এপ্রিল ২০২০, ২০:০৬
সখীপুরে প্রথম করোনা রোগী শনাক্ত, ১১ বাড়ি লকডাউন

টাঙ্গাইলের সখীপুরে ঢাকা ফেরত এক স্বাস্থ্যকর্মীর করোনাভাইরাস শনাক্ত হয়েছে। তিনি ঢাকায় জাতীয় কিডনী হাসপাতালে ওয়ার্ডবয় হিসেবে কর্মরত। এ ঘটনায় ১১টি বাড়ি লকডাউন করে দিয়েছে উপজেলা প্রশাসন।

আজ সোমবার সখীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমাউল হুসনা লিজা বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ওই স্বাস্থ্যকর্মী জাতীয় কিডনী হাসপাতালে চাকরি করেন। সেখানে তিনি এক করোনা রোগীর সংস্পর্শে আসেন। পরে তার মধ্যে করোনার উপসর্গ দেখা দিলে তিনি নমুনা পরীক্ষা করতে দিয়ে গ্রামের বাড়িতে আসেন।

বর্তমানে তিনি কিডনী হাসপাতালের আইসোলেশন ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন।

এদিকে, ওই স্বাস্থ্যকর্মীর সংস্পর্শে আসা ব্যক্তিদের বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে। এ পর্যন্ত তার সংস্পর্শে আসা ১১ ব্যক্তির বাড়ি লকডাউন করা হয়েছে। আর তাদের সবাইকে কোয়ারেন্টিনে থাকতে বলা হয়েছে বলে জানান ইউএনও।

এজে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
করোনায় আরও একজনের মৃত্যু
আরও ৩৫ জনের করোনা শনাক্ত
করোনায় প্রাণ গেলো আরও ১ জনের, শনাক্ত ৪৯
আরও ৪৬ জনের শারীরে করোনা
X
Fresh