• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

পঞ্চগড় সীমান্তে বিএসএফের গুলিতে কিশোর আহত

পঞ্চগড় প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ১৯ এপ্রিল ২০২০, ১৯:২২
পঞ্চগড় সীমান্তে বিএসএফের গুলিতে কিশোর আহ
ফাইল ছবি

পঞ্চগড়ের সদর উপজেলায় শিংরোড প্রধানপাড়া সীমান্তে ভারতীয় সীমান্ত বাহিনীর (বিএসএফ) গুলিতে শিমন রায় (১৫) নামে এক কিশোর আহত হয়েছেন।

আজ রোববার (১৯ এপ্রিল) বিকেলে ওই সীমান্তে ভারতীয় সীমান্ত বাহিনী (বিএসএফ) বাংলাদেশের অভ্যন্তরে এসে ওই কিশোরকে গুলি করে।

জানা যায়, আহত শিমন রায় ওই এলাকার পরেশ চন্দ্র রায়ের ছেলে। তিনি চাকলার হাট কেবি উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার ফল প্রত্যাশী।

স্থানীয়রা জানায়, আজ রোববার বিকেলে সদর উপজেলার চাকলারহাট শিংরোড প্রধানপাড়া সীমান্তের ৭৬২ মেইন পিলারের ২৩ সাব পিলারের সংলগ্ন পার্শ্ববর্তী এলাকায় শিমনসহ বেশ কয়েকজন খেলার সময় ভারতীয় সীমান্ত বাহিনী (বিএসএফ) বাংলাদেশ অভ্যন্তরে এসে শিমন নামে ওই কিশোরকে গুলি করে।

এ সময় তার বাবার চিৎকারে স্থানীয়রা ছুটে আসলে বিএসএফরা চলে যায়। পরে গুলিবিদ্ধ অবস্থায় শিমন রায়কে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এদিকে, নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মামুনুল হক জানান, বিএসএফের গুলিতে কিশোর আহত হয়েছে- এমন খবর পেয়ে বিজিবির সদস্যরা ঘটনাস্থলে গেছেন। তদন্ত শেষে জানতে পারা যাবে আসল ঘটনা।

এজে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কুমিল্লায় বিএসএফের গুলিতে বাংলাদেশি আহত
সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
বাংলাদেশে ঢুকে দুই রাখালকে বিএসএফের গুলি
সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
X
Fresh