• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

টাঙ্গাইলে আরও একজন করোনা আক্রান্ত, ৩০ বাড়ি লকডাউন

টাঙ্গাইল প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ১৮ এপ্রিল ২০২০, ১০:৫৩
টাঙ্গাইলে আরও একজন করোনা আক্রান্ত, ৩০ বাড়ি লকডাউন

টাঙ্গাইলের নাগরপুরে আরও একজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে এ জেলায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১০ জনে।

আক্রান্ত যুবক সহবতপুর ইউনিয়নের নন্দপাড়া গ্রামের। টাঙ্গাইলের সিভিল সার্জন ডা.ওয়াহিদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

নাগরপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ রুকনুজ্জামান খান জানান, সেলিম ঢাকায় একটি ওষুধ কোম্পানির ফ্যাক্টরিতে চাকরি করতেন। গত সপ্তাহে তিনি নিজ বাড়িতে আসেন। ভূঞাপুরে সবশেষ যিনি আক্রান্ত হন, তিনি আর সেলিম একই ওষুধ কোম্পানিতে চাকরি করতেন। গত বৃহস্পতিবার সেলিম নিজেই নাগরপুর হাসপাতালের ডাক্তারকে দুজন একত্রে থাকার বিষয়টি জানিয়ে স্বেচ্ছায় নমুনা পরীক্ষা করতে পাঠান। গতকাল রাতে মুঠোফোনে সিভিল সার্জনকে সেলিমের করোনা আক্রান্তের বিষয়টি নিশ্চিত করেন আইইডিসিআর।

আক্রান্তের বাড়িসহ আশপাশের ৩০টি বাড়ি লকডাউন ঘোষণা করেছেন বলে নিশ্চিত করেছেন নাগরপুর উপজেলা নির্বাহী অফিসার।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
করোনায় আরও একজনের মৃত্যু
আরও ৩৫ জনের করোনা শনাক্ত
করোনায় প্রাণ গেলো আরও ১ জনের, শনাক্ত ৪৯
আরও ৪৬ জনের শারীরে করোনা
X
Fresh