• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

খাদ্য সহায়তা চেয়ে গুনতে হলো জরিমানা

স্টাফ রিপোর্টার, মানিকগঞ্জ

  ১৭ এপ্রিল ২০২০, ২০:৩৫
খাদ্য সহায়তা চেয়ে গুনতে হলো জরিমানা
মানিকগঞ্জ

পরিবারের জন্য খাদ্যসহায়তা চেয়ে বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রাতে জেলা প্রশাসকের মুঠোফোনে কল করেছিলেন জেলা শহরের বান্দুটিয়া ঘন্টিপাড়া এলাকার শাকিল হোসেন। ফোন কল পেয়ে, রাতেই খাদ্যসহায়তা নিয়ে ওই ব্যক্তির বাড়িতে যান উপজেলা প্রশাসনের কর্মকর্তারা। কিন্তু বাড়িতে গিয়ে দেখেন তার চাল-ডাল সবই রয়েছে।

মিথ্যা তথ্য দিয়ে খাদ্যসহায়তা দাবি করার অপরাধে সেখানে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে দুর্যোগ ব্যবস্থাপনা আইন, ২০১২-এর ৩৮ ধারায় ওই ব্যক্তিকে ৫শ’ টাকা জরিমানা করেন মানিকগঞ্জ সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আলী রাজিব মাহমুদ মিঠুন।

আলী রাজিব মাহমুদ মিঠুন বলেন, ওই জেলা প্রশাসকের মুঠোফোনে খাদ্যসহায়তা চেয়ে কল করলে জেলা প্রশাসক সদর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) ইকবাল মাহমুদকে খাদ্যসহায়তা দিতে নির্দেশ দেন। রাত ১০টার দিকে ইউএনওসহ তিনি খাদ্যসহায়তা নিয়ে ওই বাড়িতে যান। বাড়িতে গিয়ে তারা দেখেন, ওই ব্যক্তির ঘরে চাল-ডালসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র রয়েছে।

তিনি বলেন, কর্মহীন অসহায় ও দুস্থ মানুষের খাদ্যসহায়তায় সরকারের পক্ষ থেকে জেলা প্রশাসন নিরলস কাজ করে যাচ্ছে।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
করোনায় আরও একজনের মৃত্যু
আরও ৩৫ জনের করোনা শনাক্ত
করোনায় প্রাণ গেলো আরও ১ জনের, শনাক্ত ৪৯
আরও ৪৬ জনের শারীরে করোনা
X
Fresh