• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

গোপালগঞ্জে আরও ৮ জনের করোনা পজিটিভ, সাতজনই পুলিশসদস্য

গোপালগঞ্জ প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ১৬ এপ্রিল ২০২০, ১৭:৩৭
গোপালগঞ্জে আরও ৮ জনের করোনা পজিটিভ, সাতজনই পুলিশসদস্য

গোপালগঞ্জে আরও ৭ পুলিশ সদস্যসহ ৮ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মুকসুদপুর থানার ১০ পুলিশ সদস্যসহ ১৭ জনের শরীরে করোনার অস্তিত্ব পাওয়া গেল।

গোপালগঞ্জর সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ গণমাধ্যম কর্মীদের এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, জেলা থেকে ২২০ জনের নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে ১৬৭ জনের রিপোর্ট পাওয়া গেছে। এর মধ্যে ১৭ জনের শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া যায়। বাকীদের রিপোর্ট এখনো পাওয়া যায়নি।

এ নিয়ে জেলার মুকসুদপুরে ১০ পুলিশ সদস্য, সদর উপজেলায় ৩ জন, টুঙ্গিপাড়া উপজেলায় ৩ জন এবং কোটালীপাড়া উপজেলায় এক জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। আক্রান্তদের জেলা ও উপজেলা পর্যায়ে আইসোলেশন সেন্টারে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে।

এদিকে, করোনার উপসর্গ নিয়ে এ পর্যন্ত জেলায় তিন নারীর মৃত্যু হয়েছে। তাদের নমুনা সংগ্রহ করে আইইডিসিআর-এ পাঠানো হয়েছে।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
করোনায় আরও একজনের মৃত্যু
আরও ৩৫ জনের করোনা শনাক্ত
করোনায় প্রাণ গেলো আরও ১ জনের, শনাক্ত ৪৯
আরও ৪৬ জনের শারীরে করোনা
X
Fresh