• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

শেরপুরে জ্বর ও শ্বাসকষ্টে ফেরিওয়ালার মৃত্যু, ১৫০ বাড়ি লকডাউন

স্টাফ রিপোর্টার, শেরপুর

  ১৬ এপ্রিল ২০২০, ০৮:৫০
শেরপুরে জ্বর ও শ্বাসকষ্টে ফেরিওয়ালার মৃত্যু, ১৫০ বাড়ি লকডাউন
শেরপুর

শেরপুর পৌরসভার চাপাতলী এলাকায় জ্বর, সর্দি ও শ্বাসকষ্টে আক্রান্ত হয়ে লুড্ডু মিয়া (৩০) নামে এক ফেরিওয়ালার মৃত্যু হয়েছে। বুধবার (১৫ এপ্রিল) তিনি মারা যান।

লুড্ডু মিয়া ওই এলাকার নৈশপ্রহরী গেন্দু মিয়ার ছেলে। তার বাড়ির আশপাশের ১৫০টি বাড়ি লকডাউন করে দিয়েছে জেলা প্রশাসন।

সিভিল সার্জন ও জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গত রোববার থেকে লুড্ডু মিয়া জ্বর ও সর্দিতে ভুগছিলেন। মঙ্গলবার রাত থেকে তার শ্বাসকষ্ট শুরু হয়। মোবাইল ফোনে চিকিৎসকের পরামর্শ নিয়ে চিকিৎসা নিচ্ছিলেন লুড্ডু। বুধবার অবস্থার অবনতি হলে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

সিভিল সার্জন ডা. এ. কে. এম. আনোয়ারুর রউফ জানান, মৃতের রক্তের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটের ল্যাবরেটরিতে পাঠানো হয়েছে। নমুনার পরীক্ষার ফলাফল আসার পর নিশ্চিত হওয়া যাবে তিনি করোনা পজিটিভ কি-না।