• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

অভিযানে মানিকগঞ্জের ডিসি, গাড়ি জব্দ করে সতর্কতা

স্টাফ রিপোর্টার, মানিকগঞ্জ

  ১৪ এপ্রিল ২০২০, ২১:৪২
অভিযান, মানিকগঞ্জ, ডিসি, গাড়ী জব্দ, সতর্কতা
ডিসির অভিযানের মুহূর্ত।

সরকার কর্তৃক নির্ধারিত সময়ের পর রাস্তায় চলাচল করার অপরাধে কয়েকটি গাড়ি জব্দ এবং চলাচলকারী ব্যক্তিদের সতর্ক করলেন মানিকগঞ্জের জেলা প্রশাসক এস এম ফেরদৌস।

মঙ্গলবার (১৪ এপ্রিল) সন্ধ্যা ৬টায় জেলা শহরের শহীদ রফিক সড়কে এবং শহরের অন্যান্য সড়কে তিনি অভিযানে নামেন।

অভিযানে তার সাথে ছিলেন অতিরিক্ত জেলা প্রশসাক (সার্বিক) মো. মনিরুজ্জামান এবং তার কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেটবৃন্দ এবং পুলিশ সদস্যবৃন্দ। সরকারি নির্দেশনা ভঙ্গ করে সন্ধ্যা ৬টার পর মোটরসাইকেল এবং প্রাইভেট কার নিয়ে যাতায়াতকারীদের অনেককেই সতর্ক করেন তিনি। ওষুধ কেনা এবং জরুরি যৌক্তিক কারণ ছাড়া যারা ছোটবড় গাড়ি নিয়ে রাস্তায় বের হয়েছেন তাদের সকলের গাড়িই জব্দ করে তা পুলিশের হাতে তুলে দেন তিনি। একইসাথে চলাচলকারী ওই ব্যক্তিদের বিভিন্নভাবে সতর্ক করেন।

অভিযানের অংশ হিসেবে, তিনি বিভিন্ন ওষুধের দোকানেও যান এবং সেখানে সামাজিক দূরত্ব রক্ষা হচ্ছে কিনা, অতিরিক্ত মূল্যে ওষুধ বিক্রি হচ্ছে কিনা-তাও যাচাই করেন।

জেলা প্রশাসক এস এম ফেরদৌস বলেন, এই অভিযান অব্যাহত থাকবে। সরকারি নির্দেশনার বাইরে কাউকে রাস্তায় নামতে দেওয়া হবে না। কোনো ধরনের অনিয়ম করে কেউ ছাড় পাবেন না।

জিএ

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রাথমিকের শেষ ধাপের পরীক্ষা শুক্রবার, মানতে হবে যেসব সতর্কতা
পাহাড়ে রাতে র‌্যাব-পুলিশের অভিযান, ১০ অপহৃত উদ্ধার
রাজধানীতে অভিযান চালিয়ে ৪৩ জনকে গ্রেপ্তার
জিম্মি জাহাজে সামরিক অভিযান চায় না মালিকপক্ষ
X
Fresh