• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

ভোলায় ব্যবসায়ীর বাড়ি থেকে ৩৮ বস্তা সরকারি চাল উদ্ধার, আটক ২

ভোলা প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ১৪ এপ্রিল ২০২০, ১৯:০০
ভোলায় ব্যবসায়ীর বাড়ি থেকে ৩৮ বস্তা সরকারি চাল উদ্ধার, আটক ২

ভোলার দৌলতখানের এক মুদি দোকানির বাড়ি থেকে ওএমএস’র ৩৮ বস্তা সরকারি চাল উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার জিতেন্দ্র কুমার নাথ । এসময় ২ জনকে আটক করা হয়েছে।

আজ মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুর ১২টার দিকে উপজেলার চরখলিফা ইউনিয়নের দলিলউদ্দিন খায়ের হাটের মুদি দোকানি জুয়েলের ঘর থেকে এ চাল উদ্ধার করা হয়।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা জীতেন্দ্র কুমার নাথ এবং থানার ওসি মো. বজলার রহমানসহ একটি টিম অভিযান চালিয়ে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির এই চাল জব্দ করে। এসময় জুয়েল ও তার ভাই কচিকে আটক করা হয়। প্রথমে জুয়েলের ঘর থেকে ৩৩ বস্তা চাল উদ্ধার করা হয়। পরে দলিলউদ্দিন খায়ের হাট বাজারে তাদের দোকান থেকে আরও ৫ বস্তা চাল উদ্ধার করা হয়। এসব চাল ১০ টকা মূল্যের সরকারি খাদ্য বান্ধব কর্মসূচির। অভিযোগ রয়েছে ডিলার আনোয়ার হোসেন মিলন নামে এক ব্যক্তি এসব বিক্রি করেন।

ইউএনও জীতেন্দ্র কুমার নাথ জানান, এই ঘটনায় আটক দুই ব্যক্তি ও এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জয়পুরহাটে ১৬ স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক
ঘুষ গ্রহণের অভিযোগে আটক রাশিয়ার উপ-প্রতিরক্ষামন্ত্রী 
তাপদাহে গলে গেছে সড়কের পিচ, আটকে যাচ্ছে জুতা
অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ড্রেজার, বাল্কহেডসহ আটক ১১
X
Fresh