• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

বরিশালে দুই ব্যক্তির করোনা শনাক্ত, জেলা লকডাউন

বরিশাল প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ১২ এপ্রিল ২০২০, ২০:৪১
বরিশালে দুই ব্যক্তির করোনা শনাক্ত, জেলা লকডাউন
ফাইল ছবি

বরিশালের মেহেন্দিগঞ্জ ও বাকেরগঞ্জের দুই ব্যক্তির করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এদিকে, বরিশাল জেলাকে লকডাউন ঘোষণা করেন জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান।

করোনায় আক্রান্তরা হলেন, বাকেরগঞ্জ উপজেলার ডিঙ্গারহাট এলাকার বজলুর রহমান (৬৫) এবং মেহেন্দীগঞ্জ উপজেলার কাজিরচরের আবদুর রব মুন্সি (৬০)।

রোববার (১২ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. বাকির হোসেন।

তিনি জানান, গত ৮ এপ্রিল ওই দুই ব্যক্তিরা করোনার জ্বর-সর্দি নিয়ে হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি ছিলেন। আজ হাসপাতালের ল্যাবে তাদের নমুনা পরীক্ষায় করোনার অস্তিত্ব পাওয়া গেছে।

অন্যদিকে, জেলার করোনাভাইরাস নিয়ন্ত্রণ ও প্রতিরোধ সভায় বরিশাল জেলাকে লকডাউন করে দেওয়া হয়েছে।

এ বিষয়ে জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান জানান, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই লকডাউন কার্যকর থাকবে। এই সময়ের মধ্যে অন্য জেলা থেকে কেউ বরিশালে প্রবেশ করতে এবং কেউ বাইরে যেতে পারবে না। তবে, জরুরি পরিসেবাগুলো চালু থাকবে।

এজে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
করোনায় আরও একজনের মৃত্যু
আরও ৩৫ জনের করোনা শনাক্ত
করোনায় প্রাণ গেলো আরও ১ জনের, শনাক্ত ৪৯
আরও ৪৬ জনের শারীরে করোনা
X
Fresh