• ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
logo

শিশুদের উপস্থিতি বাড়াতে স্কুলে নতুন উদ্যোগ

চৌধুরী ভাস্কর হোম, মৌলভীবাজার

  ০৯ ফেব্রুয়ারি ২০১৭, ১১:৫৪

শিশুদের ঝরে পড়া রোধ ও শতভাগ উপস্থিতি নিশ্চিত করতে মৌলভীবাজারের কুলাউড়ার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়কে সাজানো হয়েছে শিশুদের স্বপ্নের জগতের মতো করে। এতে শিশুদের উপস্থিতি বেড়েছে বলে দাবী স্কুল কর্তৃপক্ষের। সরকারের এমন পদক্ষেপে খুশি অভিভাবকরাও।

বর্তমানে স্কুলের দেয়ালে শোভা পাচ্ছে শহীদ মিনার, অস্ত্র হাতে মুক্তি সেনার বিদ্রোহী অবয়ব। আঁকা আছে মিনা-রাজু, টম-জেরির মতো শিশুতোষ সব চরিত্রের ছবি। এ যেনো এক স্বপ্নের ভুবন।

রং তুলির আঁচড়ে ফুটে ওঠা প্রত্যেকটি ছবি যেনো শিশুদের মনে কথা বলে। যার কল্পনার ডানায় ভর করে কোমলমতি শিশুরা ঘুরে বেড়ায় তাদের কল্পনার রাজ্যে। যে রাজ্যে নেই কোন শাসন বারণ, আছে কেবলই আনন্দ আর উচ্ছলতা। এর ফলে মৌলভীবাজারের কুলাউরার বিভিন্ন প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানে বাড়ছে শিশুদের উপস্থিতি।

সরকারের এমন উদ্যোগ শিশুদের স্কুলমুখী করে তোলায় খুশি অভিভাবকরাও।

উপজেলার সহকারি শিক্ষা কর্মকর্তা মাসুদুর রহমান জানান, সরকারি অনুদানের পাশাপাশি ব্যক্তিগত সহযোগিতায় নেয়া এ কৌশল শিশুদের উপস্থিতি বাড়বে।

কুলাউড়ার ৯৩টি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ৯০টি বিদ্যালয়কেই এমন ভাবে সাজানো হয়ে গেছে। এছাড়াও অন্যান্য উপজেলায়ও এ পদ্ধতি দ্রুত ছড়িয়ে পড়বে বলে আশাবাদী সবাই।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh