• ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
logo

খুনি মাজেদের লাশ ভোলায় কবর দিতে দেবে না ছাত্রলীগ

ভোলা প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ১১ এপ্রিল ২০২০, ১৯:৪০
খুনি মাজেদের লাশ ভোলায় কবর দিতে দেবে না ছাত্রলীগ
খুনি ক্যাপ্টেন (বরখাস্ত) মাজেদ। ফাইল ছবি

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের খুনি ক্যাপ্টেন (বরখাস্ত) মাজেদের ফাঁসি কার্যকর হওয়ার পর তার লাশ ভোলায় প্রবেশ ও দাফন করতে দেবে না ছাত্রলীগ।

আজ শনিবার (১১ এপ্রিল) দুপুরে বোরহানউদ্দিন উপজেলা ছাত্রলীগ সভাপতি মো. নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মুজিব উল্যাহ পলাশের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেওয়া হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের খুনি ক্যাপ্টেন (বরখাস্ত) মাজেদের ফাঁসির রায় কার্যকর হওয়ার পর তার লাশ ভোলার বোরহানউদ্দিনের মাটিতে দাফন করতে দেওয়া হবে না। যদি তার লাশ বোরহানউদ্দিনে প্রবেশ করে তাহলে বাংলাদেশ ছাত্রলীগ বোরহানউদ্দিন শাখার নেতাকর্মীরা তা প্রতিহত করবে।

বোরহানউদ্দিন ছাত্রলীগের সভাপতি নজরুল ইসলাম ও সম্পাদক পলাশ বিশ্বাস জানান, খুনি মাজেদের ফাঁসি কার্যকর হওয়ার পর জাতি কলঙ্কমুক্ত হলেও তার লাশ বোরহানউদ্দিনে প্রবেশ ও দাফন করে আমরা বোরহানউদ্দিনের মাটিকে কলঙ্কিত করতে দেব না। যদি খুনি মাজেদের লাশ নিয়ে প্রবেশ করা হয় তাহলে আমরা ছাত্রলীগ তা প্রতিহত করব।

এজে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
তীব্র তাপদাহে কৃষকের ধান কেটে ঘরে তুলে দিলো ছাত্রলীগ
গাজায় হাসপাতালে মিলল গণকবর, ৫০ লাশ শনাক্ত 
প্রায় ১৯ বছর পর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে পা রাখলেন ক্রিকেটাররা
বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপের ফাইনাল আজ
X
Fresh