• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

টাঙ্গাইলে আরও ১জন করোনায় আক্রান্ত, গ্রাম লকডাউন

টাঙ্গাইল প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ১০ এপ্রিল ২০২০, ২৩:৩৪
টাঙ্গাইলে আরও ১জন করোনায় আক্রান্ত, গ্রাম লকডাউন
টাঙ্গাইল

টাঙ্গাইলে আরও ১জন করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে। এ নিয়ে টাঙ্গাইলে এ পর্যন্ত তিনজন করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হলো। এ ঘটনায় ওই ব্যক্তির গ্রাম লকডাউন করে দেওয়া হয়েছে।

ঘাটাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অঞ্জন কুমার সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।

করোনায় আক্রান্ত ওই ব্যক্তির নাম মহিউদ্দিন ওরফে সালাম। তিনি পেশায় গার্মেন্টস কর্মী। তার বাড়ি ঘাটাইল উপজেলার রসুলপুর ইউনিয়নের গোড়ার দেউলী পশ্চিমপাড়া গ্রামে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অঞ্জন কুমার সরকার জানান, গাজীপুরের একটি কারখানায় কাজ করতেন মহিউদ্দিন। কাজের সুবাদে তিনি দীর্ঘদিন ধরে ওই এলাকাতেই বসবাস করতেন।

গাজীপুরে থাকাবস্থায় কয়েকদিন আগে তিনি জ্বর-সর্দি, কাশিতে আক্রান্ত হলে ঢাকায় আইইডিসিআর-এ তার নমুনা পরীক্ষা করা হয়। এতে তার করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ে। মহিউদ্দিন বিষয়টি জানতে পেরে বুধবার নিজ বাড়ি ঘাটাইল উপজেলা রসুলপুর ইউনিয়নের গোড়ার দেউলি পশ্চিমপাড়া এসে মোবাইল ফোন বন্ধ রেখে দেয়।

পরে আজ বিষয়টি জানাজানি হলে তার খোঁজ নিয়ে বাড়ি থেকে তাকে উদ্ধার করে ঢাকায় পাঠানো হয়েছে। এ ঘটনায় গোড়ার দেউলি গ্রামকে লকডাউন ঘোষণা করা হয়েছে।

এজে/পি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
৭ মরদেহ হস্তান্তর, মৃত একজনের পরিচয় শনাক্ত করা যায়নি 
গাজায় হাসপাতালে মিলল গণকবর, ৫০ লাশ শনাক্ত 
২৪ ঘণ্টায় ১৬ জনের করোনা শনাক্ত
২৪ ঘণ্টায় করোনায় একজনের মৃত্যু, শনাক্ত ১৬
X
Fresh