• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

নড়াইল সদর হাসপাতালের প্রবেশ পথে জীবাণু ধ্বংসের মেশিন

নড়াইল প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ১০ এপ্রিল ২০২০, ২০:৫৪
নড়াইল সদর হাসপাতালের প্রবেশ পথে জীবাণু ধ্বংসের মেশিন
নড়াইল

নড়াইল-২ আসনের এমপি মাশরাফি বিন মোর্তজার নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের উদ্যোগে সদর হাসপাতালের প্রধান প্রবেশ পথে ডিসইনফেক্টর চেম্বার উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (১০ এপ্রিল) সন্ধ্যা ৬টায় এর উদ্বোধন করেন নড়াইলের জেলা প্রশাসক আনজুমান আরা।

এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন খান নিলু, নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের উপদেষ্টা গোলাম মোর্তজা স্বপন, পৌর মেয়র মো. জাহাঙ্গীর বিশ্বাস, সদর হাসপাতালের আরএমও ডা. মশিউর রহমান বাবু প্রমুখ।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এ হাসপাতালে ঢোকার সময় এই চেম্বারের মধ্যদিয়ে প্রবেশ করলে তার শরীরে জীবাণুনাশক স্প্রে ছিটানো হবে। বাষ্পাকারে ছিটানো এই স্প্রে জীবাণু ধ্বংসের একটি কার্যকর পদ্ধতি, যার মাধ্যমে চিকিৎসক, সেবিকা ও রোগীরাসহ সকলেই জীবাণুর হাত থেকে নিজেকে নিরাপদ রাখতে পারবেন।

এছাড়া শীঘ্রই লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্র ও জেলা পুলিশের জন্য এ ডিসইনফেক্টর চেম্বার দেয় হবে বলে উদ্যোক্তারা জানান।

এজে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
করোনায় আরও একজনের মৃত্যু
আরও ৩৫ জনের করোনা শনাক্ত
করোনায় প্রাণ গেলো আরও ১ জনের, শনাক্ত ৪৯
আরও ৪৬ জনের শারীরে করোনা
X
Fresh