• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

নেত্রকোণায় নার্সসহ ২ জন করোনায় আক্রান্ত

নেত্রকোণা প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ১০ এপ্রিল ২০২০, ১৯:৪৮
নেত্রকোণায় নার্সসহ ২ জন করোনায় আক্রান্ত
নেত্রকোণা

নেত্রকোণায় প্রথমবারের মতো করোনায় আক্রান্ত দু’জনকে শনাক্ত করা হয়েছে। এদের মধ্যে একজন পুরুষ ও আরেকজন নারী।

আজ শুক্রবার সন্ধ্যায় আরটিভি অনলাইনকে এই তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশনের (বিএমএ) নেত্রকোণা জেলা শাখার সাধারণ সম্পাদক ডা. আহসানুল কবীর রিয়াদ।

করোনাভাইরাসে আক্রান্ত দু’জন হলেন আফরোজা সুলতানা (২৮)। তিনি খালিয়াজুরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্টাফ নার্স। আর অপরজন হলেন সদর উপজেলার মদনপুর বাজার সংলগ্ন লক্ষ্মীপুর গ্রামের সবুজ চৌধুরী (৫৫)।

সিভিল সার্জনের কার্যালয় সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার নেত্রকোণা থেকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে ১৫ জন সন্দেহভাজন রোগীর নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়। এর মধ্যে দুই জন রোগীর করোনা পজিটিভ শনাক্ত হয়।

শুক্রবার ময়মনসিংহের ল্যাব থেকে নেত্রকোণার সিভিল সার্জনের কার্যালয়ে রিপোর্ট পাঠানো হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত ওই দুই রোগী নিজ নিজ এলাকায় অবস্থান করছেন।

এজে/পি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নারকেল পাড়া নিয়ে সংঘর্ষ, আহত ৮
ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, চলতি বছরে ২৪
হিলিতে অতিরিক্ত গরমে ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছে শিশুরা
সোমেশ্বরী নদীতে নিখোঁজ তরুণের মরদেহ উদ্ধার
X
Fresh