• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

পটুয়াখালীতে হাসপাতালের দুই ডাক্তারসহ ৩ জন কোয়ারেন্টিনে

স্টাফ রিপোর্টার, পটুয়াখালী

  ১০ এপ্রিল ২০২০, ১৯:৩৪
পটুয়াখালীতে হাসপাতালের দুই ডাক্তারসহ ৩ জন কোয়ারেন্টিনে
পটুয়াখালী

পটুয়াখালীর ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আবদুল মতিনসহ তিনজনকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে। নমুনা সংগ্রহকারী রোগীর করোনাভাইরাস ধরা পরায় আজ শুক্রবার বিকেলে হাসপাতালের তত্ত্বাবধায়কসহ ওই তিনজনকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে পাঠানো হয়।

অপর দুইজন হচ্ছেন, পটুয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার মো. মশিউর রহমান ও মেডিকেল টেকনিশিয়ান আব্দুর রশিদ।

সিভিল সার্জন ডা. মোহাম্মদ জাহাঙ্গীর আলম জানান, বরগুনা জেলার আমতলী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা জি.এম দেলোয়ার করোনার উপসর্গ (জ্বর-সর্দি-কাশি) নিয়ে অসুস্থ অবস্থায় গত ৮ এপ্রিল পটুয়াখালীতে চিকিৎসা নিতে আসেন।

তিনি পটুয়াখালী জেনারেল হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার মো. মশিউর রহমানের সম্পর্কে খালাতো ভাই হওয়ায় তত্ত্বাবধায়ক ডা. আব্দুল মতিনের অফিসে নিয়ে মেডিকেল টেকনিশিয়ান আব্দুর রশিদকে দিয়ে নমুনা সংগ্রহ করানো হয়।

গতকাল ৯ এপ্রিল বেলা সাড়ে ১১টায় আমতলী পৌরসভার নিজ বাসভবনে জি.এম দেলোয়ার মারা যান। আজ শুক্রবার তার নমুনায় কোভিড-১৯ পজিটিভ আসে।

এ কারণে জি.এম দেলোয়ারের সংস্পর্শে যাওয়া পটুয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আবদুল মতিন, ডা. মো. মশিউর রহমান ও মেডিকেল টেকনিশিয়ান আব্দুর রশিদকে পটুয়াখালী কোডেক সেন্টারের নির্ধারিত প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে।

এজে/পি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আহত আ.লীগ নেতাকে চিকিৎসা দিতে দেরি করায় ডাক্তারকে মারধর
মুনিয়া খান ন্যাশনাল মেডিকেলে পড়েছেন কি না জানালেন অধ্যক্ষ
ফের হাসপাতালে শিক্ষার্থীর মৃত্যু, আটক ৪ ডাক্তার
করোনায় আরও একজনের মৃত্যু
X
Fresh