• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

নোয়াখালী লকডাউন   

নোয়াখালী প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ১০ এপ্রিল ২০২০, ১৯:২০
নোয়াখালী লকডাউন   
নোয়াখালী

জেলায় করোনা সংক্রমণ প্রতিরোধে নোয়াখালী জেলাকে লকডাউন ঘোষণা করা হয়েছে।

শুক্রবার (১০ এপ্রিল) বেলা ৫টার দিকে বিষয়টি নিশ্চিত করেন জেলা প্রশাসক তন্ময় দাশ ।

নোয়াখালী জেলা প্রশাসনের ওয়েবসাইটের গণবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, করোনা সংক্রমণ প্রতিরোধে জেলা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী আগামীকাল (শনিবার) সকাল ৬টা থেকে নোয়াখালীতে কেউ নতুন করে প্রবেশ ও বের হতে পারবে না।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, জরুরি সেবা ছাড়া সব ধরনের গণপরিবহন, জনসমাগম বন্ধ থাকবে। এছাড়া নিত্যপ্রয়োজনীয় দোকানগুলো সকাল ১০টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত খোলা থাকবে।

তবে নিত্যপ্রয়োজনীয় পরিবহন ও অসুস্থ রোগী বহনকারী যানবাহন চলাচল করতে পারবে। মহাসড়কসহ আঞ্চলিক মহাসড়ক বন্ধ থাকবে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এ লকডাউন কার্যকর থাকবে। কোভিড-১৯ মোকাবিলায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

এ বিষয়ে নোয়াখালী জেলা প্রশাসক তন্ময় দাশ বলেন, করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে আমরা বদ্ধ পরিকর। এ লক্ষ্য নোয়াখালী জেলা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী নোয়াখালী জেলা শনিবার সকাল ৬টা থেকে লকডাউন কার্যকর হবে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এ ঘোষণা বলবৎ থাকবে।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
করোনায় আরও একজনের মৃত্যু
আরও ৩৫ জনের করোনা শনাক্ত
করোনায় প্রাণ গেলো আরও ১ জনের, শনাক্ত ৪৯
আরও ৪৬ জনের শারীরে করোনা
X
Fresh