• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

ক্লিনিকগুলোতে চিকিৎসাসেবা নিশ্চিত করতে মাঠে নেমেছে র‌্যাব

টাঙ্গাইল প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ১০ এপ্রিল ২০২০, ১৪:১৫
টাঙ্গাইল চিকিৎসা ক্লিনিক
টাঙ্গাইলে চিকিৎসেবা নিশ্চিত করতে ক্লিনিকে র‌্যাবের অভিযান

করোনাভাইরাসের কারণে টাঙ্গাইলের বিভিন্ন ক্লিনিকে নিয়মিত চেম্বারে বসছেন না চিকিৎসকরা। স্বাস্থ্য নিরাপত্তার কারণে চিকিৎসকদের মধ্যে দেখা দিয়েছে আতঙ্ক। এতে রোগীরা যেমন বিপাকে পড়ছেন, তেমনি আতঙ্কিত সাধারণ মানুষও।

আর এই করোনাভাইরাস বিষয়ে ক্লিনিক ডায়াগনস্টিক সেন্টারগুলোতে কর্মরত স্টাফ মালিকদেরকে সচেতন করতে কাজ শুরু করেছে র‌্যাব-১২। তারা টাঙ্গাইল শহরের প্রতিটি ক্লিনিক ডায়াগনস্টিক সেন্টারে ডাক্তারের উপস্থিত নিশ্চিত করে স্বাস্থ্যসেবা চলমান করার জন্য ক্লিনিক মালিক স্টাফদের সঙ্গে কথা বলছেন।

টাঙ্গাইল র‌্যাব-১২ সিপিসি- এর কোম্পানি কমান্ডার মেজর আবু নাঈম মোহাম্মদ তালাত

বলেন, করোনাভাইরাস আতঙ্কে ডাক্তাররা নিয়মিত চেম্বারে বসছেন না। ফলে হাজার হাজার মানুষ চিকিৎসা পাচ্ছে না। বর্তমান পরিস্থিতিতে সাধারণ মানুষদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে এবং চিকিৎসকদের নিয়মিত তাদের চেম্বারে বসতে ক্লিনিক মালিকদের সঙ্গে কথা বলছি। যাতে করে চিকিৎসকরা আতঙ্কিত না হয়ে সচেতন থাকে এবং সাধারণ মানুষদের চিকিৎসাসেবা নিশ্চিত করেন।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নৌবাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র আল মঈন
মন্দিরে সিঁদুর পরিয়ে নারীকে ধর্ষণ, অতঃপর....
আহত আ.লীগ নেতাকে চিকিৎসা দিতে দেরি করায় ডাক্তারকে মারধর
‘বর্ষবরণ ঘিরে যেকোনো নাশকতা ঠেকাতে প্রস্তুত র‌্যাব’
X
Fresh