• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে আগুন

কক্সবাজার প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ১০ এপ্রিল ২০২০, ১২:৩৩
আগুন বালুখালী কক্সবাজার
ছবি সংগৃহীত

কক্সবাজারের উখিয়া বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ডে রোহিঙ্গাদের কয়েকটি ঘর একজন স্থানীয় বাসিন্দার বাড়ি পুড়ে গেছে।

সময় ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

গতকাল বৃহস্পতিবার রাতে গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানা গেছে।

শরণার্থী ত্রাণ প্রত্যাবাসন কমিশনের অতিরিক্ত কমিশনার শামসুদৌহা আরটিভি অনলাইনকে জানান, বালুখালী নয় নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বি ব্লকের ২৬ নম্বর শেড থেকে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। এতে রোহিঙ্গাদের দুটি শেডের কয়েকটি ঘর দোকান পুড়ে গেছে। সময় রোহিঙ্গারা আগুন নেভানোর চেষ্টা চালায়। পরে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বৈদ্যুতিক শর্ট শার্কিট বা সিলিন্ডার থকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়ে থাকতে পারে। ঘটনায় প্রায় ১৫টি ঘর দোকান পুড়ে গেছে। অগ্নিকাণ্ডের ঘটনায় তাৎক্ষণিক ক্ষয়ক্ষতি হতাহতের খবর পাওয়া যায়নি।

পালংখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গফুর উদ্দিন চৌধুরী আরটিভি অনলাইনকে জানান, আগুনে ক্যাম্পের পাশে জামাল হোসেন নামে একজন স্থানীয়ের বাড়ি পুড়ে গেছে।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রোহিঙ্গাদের কারণে কক্সবাজারে দীর্ঘস্থায়ী খাদ্যনিরাপত্তাহীনতা: এফএসআইএন
প্রাইভেটকারে আগুন লেগে কৃষক লীগ নেতাসহ নিহত ২
গরু রেখে পালাল চোর, গাড়িতে আগুন দিলো জনতা
দুই সহোদরকে পিটিয়ে হত্যা : ফরিদপুরে বিজিবি মোতায়েন
X
Fresh