• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

মেহেরপুরে তাবলিগ থেকে আসা ১৯ জন হোম কোয়ারেন্টিনে

মেহেরপুর প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ১০ এপ্রিল ২০২০, ১১:১০
করোনা ফেনী কোয়ারেন্টিন
প্রতিকী ছবি

সিলেট থেকে মেহেরপুরে ফিরে আসা তাবলিগ জামাতের ১৯ জনকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে।

স্থানীয় প্রশাসন করোনাভাইরাস সংক্রমণ রোধে ব্যবস্থা গ্রহণ করেছে।

মুজিবনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাসেম জানান, মুজিবনগর উপজেলার বাগোয়ান ইউনিয়নের ১৯ জন মুসল্লি তাবলিগের চিল্লা সম্পন্ন করে গেল শুক্রবার এলাকায় ফিরে আসেন। খবর পেয়ে তাদের নিজ বাড়িতে পৌঁছানোর আগেই কোয়ারেন্টিনে রাখার উদ্যোগ নেয়া হয়।

বর্তমানে তাদেরকে আনন্দবাস সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রাখা হয়েছে। ১৪ দিন তারা এখানে বসবাস করবেন। তাদের প্রয়োজনীয় সহায়তা দেয়া হচ্ছে। তবে তাদের সকলেই সুস্থ আছেন বলে জানান ওসি।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মেহেরপুরে তীব্র তাপপ্রবাহ, বাধাগ্রস্ত হচ্ছে চাষের কাজ 
মুজিবনগর দিবসে উপজেলায় ছুটি, থাকছে নানা কর্মসূচি
মেহেরপুরে মুজিবনগর দিবসে বিশেষ আয়োজন 
শ্বশুরবাড়ি থেকে বাড়ি ফেরা হলো না জামাতার
X
Fresh