• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

কোনও উপসর্গ ছাড়াই করোনাভাইরাসে আক্রান্ত যুবক, চাঁদপুর লকডাউন

চাঁদপুর প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ১০ এপ্রিল ২০২০, ১০:৪৮
চাঁদপুর করোনা যুবক
ছবি সংগৃহীত

চাঁদপুর জেলায় প্রথমবারের মতো করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।

বৃহস্পতিবার রাতে ওই যুবকের করোনায় আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন। তার বয়স প্রায় ৩২ বছর।

সিভিল সার্জন জানান, বর্তমানে ওই যুবক মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন। তার পরিবার আশপাশের কয়েকটি বাড়ি লকডাউন করা হয়েছে। বাড়ি থেকে কেউ বের না হওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে।

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় ওই যুবকের শ্বশুরবাড়ি। নিজ বাড়ি রংপুরে। তিনি নারায়ণগঞ্জ জেলায় গার্মেন্টসে চাকরি করতেন। গেল চার এপ্রিল নারায়ণগঞ্জ থেকে শ্বশুরবাড়ি আসেন।

তার করোনাভাইরাসের উপসর্গ জ্বর কিংবা সর্দি, কাশি ছিল না। ওই যুবক এলাকায় আসলে তাকে নিয়ে স্থানীয় লোকজনের মধ্যে সন্দেহ সৃষ্টি হয়। এই প্রেক্ষিতে গেল সাত এপ্রিল পরীক্ষা-নিরীক্ষার জন্য ওই যুবকের নমুনা ঢাকায় পাঠানো হয়। বৃহস্পতিবার তার করোনা টেস্টের রিপোর্ট পজেটিভ আসে।

এই যুবক করোনা আক্রান্তের খবর পাওয়ার দিনই চাঁদপুর জেলায় অনির্দিষ্টকালের জন্য লকডাউন ঘোষণা করেছেন জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বস্তায় হাত দিতেই ছোবল, প্রাণ গেল ৩ সন্তানের জননীর
মেহেদির রং শুকানোর আগেই প্রাণ গেল প্রবাসী যুবকের
ছিনতাইকারীর ছুরিকাঘাতে সাভারে যুবকের মৃত্যু
খোঁজাখুঁজির সময় ভাই-বোনকে পুকুরে ভাসতে দেখেন পরিবার
X
Fresh