• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

টাঙ্গাইলের মির্জাপুরে দরিদ্রদের ত্রাণসামগ্রী ও চিকিৎসকদের পিপিই বিতরণ (ভিডিও)

আরটিভি অনলাইন ডেস্ক

  ১০ এপ্রিল ২০২০, ১০:৩০
টাঙ্গাইলের মির্জাপুরে দরিদ্রদের ত্রাণসামগ্রী ও চিকিৎসকদের পিপিই বিতরণ
দরিদ্রদের ত্রাণসামগ্রী ও চিকিৎসকদের পিপিই বিতরণ

বিশ্ব এখন এক কঠিন সময়ের মুখোমুখি। কোভিড-19 এর সংক্রমণের কারণে বাংলাদেশ এক ক্রান্তিকাল অতিক্রম করছে। সবাই এখন ঘরে বন্দি। এর মধ্যে অপেক্ষাকৃত অস্বচ্ছল মানুষদের প্রতি সহযোগিতার হাত বাড়াচ্ছেন অনেকেই। এগিয়ে এসেছে কিছু প্রতিষ্ঠান ও সংগঠন। এমনই একটি প্রতিষ্ঠান ই.বি.এস. গ্রুপ।

গত ৯ এপ্রিল বৃহস্পতিবার টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার অন্তত তিন হাজার পরিবারের মধ্যে নিত্য প্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করার লক্ষ্যে কর্মসূচি শুরু হয়েছে।
ই.বি. সল‌্যুশন্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রাফিউর রহমান খান ইউসুফজাই বলেন, 'সামাজিক দূরত্ব নিশ্চিত করে ঘরে ঘরে খাবারগুলো পৌঁছে দিয়েছি আমরা। আমাদের এ কাজে সার্বিক সহযোগিতা করেছেন সংসদ সদস্য আলহাজ একাব্বর হোসেন সাহেব'।
এদিকে ইউএনওর মাধ্যমে উপজেলায় স্বেচ্ছাসেবক, স্বাস্থ্যকর্মী, মাঠকর্মী, সংবাদকর্মীদের মধ্যে শতাধিক পিপিই দেয়া হয়েছে।
রাফিউর রহমান খান ইউসুফজাই জানান, জীবনের ঝুঁকি নিয়ে স্বাস্থ্যকর্মীরা রোগীদের সেবা করছেন। সংবাদকর্মীরা দরকারি খবর প্রকাশ করছেন। তাদের জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে এই উদ্যোগ নিয়েছি। প্রয়োজনে আবারো তাদের পাশে দাঁড়াবো।

মহতী এই উদ্যোগের সঙ্গে যুক্ত ছিল ইউসুফজাই ওয়েলফার ট্রাস্ট, মির্জাপুর উপজেলা আওয়ামী লীগ ও প্রতিটি ইউনিয়নের নেতাকর্মীরা।

সি/

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
করোনায় আরও একজনের মৃত্যু
আরও ৩৫ জনের করোনা শনাক্ত
করোনায় প্রাণ গেলো আরও ১ জনের, শনাক্ত ৪৯
আরও ৪৬ জনের শারীরে করোনা
X
Fresh