• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

ফেনীতে করোনার উপসর্গ নিয়ে বৃদ্ধের মৃত্যু

ফেনী প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ১০ এপ্রিল ২০২০, ১০:১০
মৃত্যু জ্বর বিয়ে
ফাইল ছবি

ফেনী সদর উপজেলায় জ্বর, সর্দি শ্বাসকষ্ট নিয়ে এক বৃদ্ধের (৬৫) মৃত্যু হয়েছে।

গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাতটার দিকে উপজেলার ফাজিলপুর ইউনিয়নের দক্ষিণ শিবপুর গ্রামের নিজ বাড়িতে তিনি মারা যান।

মারা যাওয়া বৃদ্ধ নারায়ণগঞ্জের একটি মাছের আড়তে কাজ করতেন।

গতকাল বৃহস্পতিবার বিকেলে তার নমুনা সংগ্রহ করা হয়েছে। আজ শুক্রবার সকালে তা পরীক্ষার জন্য চট্টগ্রামের সীতাকুণ্ডের ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশন ডিজিজ (বিআইটিআইডি) সেন্টারে পাঠানো হবে। রিপোর্ট এলে জানা যাবে তিনি করোনাভাইরাস সংক্রমণে মারা গেছেন কিনা।

বৃদ্ধের মেয়ের জামাই জানিয়েছেন, তিনি দুই সপ্তাহ আগে নারায়ণগঞ্জ থেকে বাড়িতে আসেন। এরপর তিনি আর নারায়ণগঞ্জ যাননি। গেল আটদিন ধরে জ্বর, শর্দি, শ্বাসকষ্টে ভুগছিলেন। তবে তিনি পূর্ব থেকে শ্বাসকষ্টজনিত রোগে আক্রান্ত ছিলেন। স্থানীয় গ্রাম্য চিকিৎসক তার চিকিৎসা করছিলেন। এরপর তিনি কিছুটা সুস্থ হয়ে উঠেছিলে। গেল দুই দিন আগে আবার অসুস্থ হয়ে পড়লে জরুরি স্বাস্থ্যসেবায় তার ছেলে ফোন করেন।

ফেনী জেলা প্রশাসক মো. ওয়াহিদুজ্জামান জানিয়েছেন, বাড়িটি লকডাউন করা হয়েছে। স্থানীয় চেয়ারম্যানকে করনীয় বিষয় সম্পর্কে জানানো হয়েছে।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জাতীয় পতাকার নকশাকারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
বন্ধুদের সঙ্গে গোসল করতে নেমে আর ফিরল না সোহান
পঞ্চগড়ে গাছের ডালের আঘাতে শ্রমিকের মৃত্যু
নবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
X
Fresh