• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

লক্ষ্মীপুরে করোনার উপসর্গে বৃদ্ধের মৃত্যু, ১২টি পরিবার লকডাউন

লক্ষ্মীপুর প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ০৯ এপ্রিল ২০২০, ২২:৪৭
লক্ষ্মীপুরে করোনার উপসর্গে বৃদ্ধের মৃত্যু, ১২টি পরিবার লকডাউন
লক্ষ্মীপুর

লক্ষ্মীপুরের কমলনগরে করোনাভাইরাসের উপসর্গ জ্বর ও শ্বাসকষ্টে মাওলানা মো. সালাহ উদ্দিন (৫২) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এই ঘটনায় ওই বাড়ির ১২টি পরিবারকে লকডাউন করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (০৯ এপ্রিল) সন্ধ্যায় সদর হাসপাতালে তিনি মারা যান। তিনি উপজেলার হাজিরহাট ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের বাসিন্দা। মেডিকেল টিম মৃত ব্যক্তির বাড়ি গিয়ে মরদেহ থেকে নমুনা সংগ্রহ করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. রেজাউল করিম রাজিব বলেন, বৃদ্ধ ব্যক্তি ডায়াবেটিক, উচ্চ রক্তচাপ ও কিডনি রোগে ভুগছিলেন। সকাল থেকে তার দেখা দিয়েছে শ্বাস কষ্ট ও জ্বর। এমন অসুস্থ অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালে নিলে তার মৃত্যু হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু তাহের বলেন, বৃদ্ধের মৃত্যুর ঘটনায় ওই বাড়ির ১২টি পরিবারকে লকডাউন করা হয়েছে। তার মরদেহ থেকে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। প্রতিবেদন পেলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

এজে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাজধানীতে যুবকের মৃত্যু, চিকিৎসকের ধারণা হিট স্ট্রোক
চরফ্যাশনে হিটস্ট্রোকে যুবকের মৃত্যু
জানাজা শেষে ফেরার পথে সড়কে মা-ছেলের মৃত্যু 
ব্যবসায়ী নেতার মৃত্যুতে আখাউড়া স্থলবন্দরের কার্যক্রম বন্ধ
X
Fresh