logo
  • ঢাকা বুধবার, ২৭ মে ২০২০, ১৩ জ্যৈষ্ঠ ১৪২৭

করোনা আপডেট

  •     গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ২১ জন, আক্রান্ত ১ হাজার ১৬৬ জন ও সুস্থ হয়েছেন ২৪৫ জন: স্বাস্থ্য অধিদপ্তর

পাবনায় দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ৫

পাবনা প্রতিনিধি, আরটিভি অনলাইন
|  ০৯ এপ্রিল ২০২০, ১৯:২৩
পাবনায় দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ৫
পাবনা

পাবনা সদর উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে মাজেদ আলী (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন।

আজ বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

নিহত মাজেদ আলী (৪০) দুবলিয়া হাপানিয়া গ্রামের শুকুর আলীর ছেলে।

আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিরুল ইসলাম জানান, ওই গ্রামের মাজেদের সঙ্গে একই গ্রামের হোসেন আলীর জমি সংক্রান্ত বিষয়ে বিরোধ চলছিল। এ নিয়ে বৃহস্পতিবার দুপুরে কথা কাটাকাটির একপর্যায়ে দুই পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে উভয়পক্ষের বেশ কয়েকজন আহত হয়।

তাদের মধ্যে মাজেদ আলীসহ ৪ জনকে গুরুতর আহতাবস্থায় পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করে স্বজনরা। সেখানে অবস্থার অবনতি হলে মাজেদকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। আহত আব্দুল মান্নান, শিমুল হোসেন ও মেহেদী হাসান চিকিৎসাধীন রয়েছেন।

ওসি আরও জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এজে

RTVPLUS
corona
দেশ আক্রান্ত সুস্থ মৃত
বাংলাদেশ ৩৬৭৫১ ৭৫৭৯ ৫২২
বিশ্ব ৫৬৪১২০৫ ২৪০৭০২৩ ৩৪৯৭০৭
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
  • দেশজুড়ে এর সর্বশেষ
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়