• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

নিজের দুঃসময়েও এতিমদের কথা ভুলেননি আপেল

কলমাকান্দা সংবাদদাতা

  ০৯ এপ্রিল ২০২০, ১৯:০৩
ত্রাণ করোনা এতিম
ইমরান হাসান আপেল

বছর পঁয়ত্রিশের যুবক ইমরান হাসান আপেল। এই বয়সেই দুরারোগ্য এক ব্যাধিতে ভুগছেন। নিজের জীবন নিয়ে শঙ্কিত হলেও ভুলেননি এতিম শিশুদের কথা। প্রায় দশ বছর ধরে যে এতিমখানায় তিনি সাহায্যের হাত বাড়িয়েছেন, সেই এতিমখানার ছোট ছোট শিশুদের কথা ভুলে যাননি নিজের দেশের দুঃসময়ে।

ময়মনসিংহের শম্ভুগঞ্জ ময়লাকান্দা এতিমখানার ৪০ জন এতিম শিশুদের জন্য এক মাসের খাদ্যসামগ্রী পাঠিয়েছেন তিনি।

ইমরান হাসান আপেলের বাড়ি কলমাকান্দা উপজেলার সদর ইউনিয়নের চত্রংপুর গ্রামে।

আজ বৃহস্পতিবার সকালে ইমরান হাসান আপেল শারীরিকভাবে অসুস্থ থাকায় তার প্রতিনিধির মাধ্যমে ২৫০ ব্যাগ খাদ্যসামগ্রী ওই এতিমখানার প্রধান মুফতি মো. আমিনুল ইসলামের কাছে হস্তান্তর করেন।

ওইসব খাদ্যসামগ্রীর মধ্যে ছিল প্রতি ব্যাগে ২০ কেজি চাল, তিন কেজি আলু, দুই কেজি পেঁয়াজ দুই লিটার তেল।

ওই এতিমখানার প্রধান মুফতি মো. আমিনুল ইসলাম আরটিভি অনলাইনকে বলেন, ইমরান হাসান আপেল প্রায় দশ বছর ধরে আমাদের এতিমখানায় এতিমদের জন্য বিভিন্ন সময়ে নানান ধরনের উপকরণ দিয়ে সহযোগিতা করে আসছেন। তারই অংশ হিসেবে আজ তিনি তার লোকজন দিয়ে আমাদের এতিমখানায় থাকা ৪০ জন এতিমের জন্য এক মাসের খাদ্যসামগ্রী পাঠিয়েছেন।

ইমরান হাসান আপেল আরটিভি অনলাইনকে জানান, ওই এতিমখানায় তিনি প্রায় ১০ বছর ধরে পৃষ্ঠপোষকতা করে আসছেন।

এছাড়াও তার নিজ এলাকায় করোনাভাইরাস মোকাবেলায় কর্মহীন মানুষদের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গাজায় বিমান থেকে ফেলা ত্রাণ নিতে গিয়ে নিহত ১৮
ত্রাণ নিতে আসা ফিলিস্তিনিদের ওপর ফের হামলা, নিহত ১৯
গাজায় এক সপ্তাহে শতাধিক ত্রাণকর্মী নিহত
অসহায়-এতিম বাচ্চাদের জন্য জয়ার অনুরোধ
X
Fresh