• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

নওগাঁয় সরকারি চাল উদ্ধার, আটক ১

নওগাঁ প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ০৯ এপ্রিল ২০২০, ১৬:৪০
নওগাঁয় সরকারি চাল উদ্ধার, আটক ১
নওগাঁয় সরকারি চাল উদ্ধার করেন পুলিশ। ছবি: আরটিভি অনলাইন

নওগাঁর রাণীনগর উপজেলায় আবারও ১৮ বস্তা ওএমএস-এর চাল উদ্ধার করা হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িত থাকায় বুধবার রাতে শাহিন আলম (৩২) নামে একজনকে আটক করা হয়েছে।

আটক শাহিন আলম জলকৈ গ্রামের আমজাদ হোসেনের ছেলে।

জানা গেছে, শাহিন আলম সরকারি ওএমএস-এর ক্রয়-বিক্রয় নিষিদ্ধ ১৮ বস্তা চাল ক্রয় করে বাড়িতে মজুত করেন। বিষয়টি স্থানীয়দের মধ্যে জানাজানি হলে বুধবার রাতে তিনি চালগুলো বাড়ি থেকে অন্যত্র সরিয়ে ফেলার চেষ্টা করেন। এ সময় স্থানীয়রা তাকে আটক করে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে খবর দেন। এরপর নির্বাহী কর্মকর্তা থানা পুলিশকে জানালে পুলিশ রাতেই ৩০ কেজির ১৮ বস্তা চাল উদ্ধার করে এবং শাহিন আলমকে আটক করে থানায় নিয়ে যায়।

এদিকে, উদ্ধারকৃত চাল একডালা ইউনিয়ন পরিষদের হেফাজতে রাখা হয়েছে বলে জানিয়েছেন নির্বাহী কর্মকর্তা আল মামুন। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান এই কর্মকর্তা।

এর আগে গত ২ এপ্রিল উপজেলার কালিগ্রাম ইউনিয়নের রাতোয়াল শলগাড়ীয়া পাড়া গ্রামের ব্যবসায়ী আয়েত আলীর (৬৫) বাড়ি থেকে প্রায় ৬ মেট্রিক টন ভিজিডি ও ভিজিএফের চাল উদ্ধার করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।

এজে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শ্রীপুরে পৃথক স্থান থেকে গৃহবধূ ও হিজড়ার মরদেহ উদ্ধার
রাজধানীতে সেলুন থেকে যুবকের মরদেহ উদ্ধার
সুন্দরবনের ২ চিত্রা হরিণ পাথরঘাটা থেকে উদ্ধার
শ্রীপুরে পুকুর থেকে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার
X
Fresh