• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

সিলেটে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ

সিলেট প্রতিনিধি, আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৯ এপ্রিল ২০২০, ১৫:৪৮
সিলেটে সব ধরণের যানবাহন চলাচল বন্ধ
সিলেট

করোনাভাইরাসের কারণে সারাদেশে বন্ধ রয়েছে গণপরিবহন। কিন্তু এর মাঝে কিছু গাড়ি চলাচলে সিলেটে ছিল শিথিলতা। কিন্তু আগামী দুই দিন সিলেট শহর ও জেলার সকল স্থানে কোনও ধরণের যানবাহন চলাচল করতে পারবে না। শুধু মাত্র রোগী বহনকারী অ্যাম্বুলেন্স চলাচল করতে পারবে।

এ নির্দেশনা জারি করেছে সিলেট জেলা প্রশাসন। এটি বাস্তবায়নে সিলেট শহরে মাইকিং করা হচ্ছে বুধবার (৮ এপ্রিল) সন্ধ্যা থেকে। গতকাল মঙ্গলবার সিলেটের জেলা প্রশাসন বিভিন্ন মহলকে নিয়ে এক বৈঠকে বসেন। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম। পরে করোনাভাইরাস বিস্তার রোধকল্পে এ বৈঠকে নানা সিদ্ধান্ত নেয়া হয়।

শবে বরাতে মানুষের চলাচল বন্ধে বৃহস্পতি ও শুক্রবার সিলেট শহর ও জেলার কোথাও কোন ধরণের যানবাহন চলাচল না করতে নির্দেশনা জারি করেন জেলা প্রশাসক।

সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ পুলিশ কমিশনার জেদান আল মুসা আরটিভি অনলাইনকে জানান, এ নির্দেশনা বাস্তবায়নে পুলিশ কঠোর অবস্থানে থাকবে, এমন কি সবাইকে ঘরে থাকার পরামর্শ দেন পুলিশের এই কর্মকর্তা।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
করোনায় আরও একজনের মৃত্যু
আরও ৩৫ জনের করোনা শনাক্ত
করোনায় প্রাণ গেলো আরও ১ জনের, শনাক্ত ৪৯
আরও ৪৬ জনের শারীরে করোনা
X
Fresh