• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

নতুন আক্রান্তের ১৩ জন নারায়ণগঞ্জের

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৯ এপ্রিল ২০২০, ১৫:১৬
Institute of Epidemiology Disease Control And Research IEDCR

রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) জানিয়েছে, গেল ২৪ ঘণ্টায় ১১২ জন আক্রান্তের ৬২ জন ঢাকা মহানগর ও নারায়ণগঞ্জের রয়েছেন ১৩ জন।

বৃহস্পতিবার দুপুরে সংবাদ সম্মেলনে আইইডিসিআর পরিচালক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা বিষয়টি জানিয়েছেন।

তিনি বলেন, ২৪ ঘণ্টায় নতুন আক্রান্তের ১১৩ জনের মধ্যে ৭০ জন পুরুষ ও নারী ৪২ জন।

ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা আরও দশ বছরের নিচে রয়েছে তিনজন। ১১ থেকে ২০ বছরের মধ্যে ১০জন। ২১ থেকে ৩০ বছর ২৫ জন। ৩১ থেকে ৪০ বছর ২৪ জন। ৪১ থেকে ৫০ বছর ১৭ জন। ৫১ থেকে ৬০ বছর ২৩ জন। ষাটোর্ধ্ব ১১ জন।

আইইডিসিআরের পরিচালক বলেন, গেল ২৪ ঘণ্টার বেশিরভাগ ঢাকা শহরের। মোট ৬২ জন ঢাকার। ১৩ জন রয়েছেন নারায়ণগঞ্জের। বাকিরা দেশের বিভিন্ন প্রান্তের বাসিন্দা।

তিনি বলেন, নারায়ণগঞ্জকে আগেই হটস্পট হিসেবে ঘোষণা করা হয়েছে। তাই এই এলাকা নিয়ে বিশেষ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। অনেকগুলো জেলাতে করোনা শনাক্ত হওয়া রোগী থেকে আমরা দেখেছি তারা নারায়ণগঞ্জ থেকে গেছেন। এই কথাটা উল্লেখ করছি কারণ আমাদের ঘরে থাকাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ সেটা এই তথ্য থেকে বোঝাযায়।

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
করোনায় আরও একজনের মৃত্যু
আরও ৩৫ জনের করোনা শনাক্ত
করোনায় প্রাণ গেলো আরও ১ জনের, শনাক্ত ৪৯
আরও ৪৬ জনের শারীরে করোনা
X
Fresh