• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

শিশুদের ক্রিকেট খেলা নিয়ে সংঘর্ষে নিহত এক

বাগেরহাট প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ০৯ এপ্রিল ২০২০, ১৪:৪৩
নিহত বাগেরহাট ক্রিকেট
ছবি সংগৃহীত

বাগেরহাটের চিতলমারী উপজেলায় শিশুদের ক্রিকেট খেলার দ্বন্দ্বের জেরে প্রতিপক্ষের হামলায় একজন নিহত হয়েছেন।

গতকাল বুধবার রাত আটটার দিকে উপজেলার বড়বাড়িয়া ইউনিয়নের পরাণপুর গ্রামে এই হামলার ঘটনা ঘটে। পরে গভীর রাতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

আজ বৃহস্পতিবার সকালে নিহতের মরদেহের ময়নাতদন্ত খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে সম্পন্ন হয়েছে। তবে পুলিশ এই ঘটনায় জড়িত কাউকে এখনো গ্রেপ্তার করতে পারেনি।

নিহত বিপুল শেখ চিতলমারী উপজেলার বড়বাড়িয়া ইউনিয়নের পরাণপুর গ্রামের বাসিন্দা।

স্থানীয়দের বরাত দিয়ে চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর শরীফুল হক জানান, গতকাল বুধবার সকালে বড়বাড়িয়া ইউনিয়নের পরাণপুর গ্রামের মাঠে স্থানীয় কয়েকজন শিশুর মধ্যে ক্রিকেট খেলা নিয়ে দ্বন্দ্ব হয়। পরে অভিভাবকদের হস্তক্ষেপে শিশুদের ওই দ্বন্দ্বের মীমাংসা হয়। ওই দ্বন্দ্বের জেরে রাত আটটার দিকে দুই পক্ষের মধ্যে পুনরায় বাগবিতণ্ডা হয়। বাগবিতণ্ডার একপর্যায়ে ধারালো অস্ত্র বা লোহার রড দিয়ে বিপুল শেখের মাথায় আঘাত করে। এতে তিনি রক্তাক্ত জখম হন। পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গভীর রাতে তার মৃত্যু হয়।

ওসি আরও জানান, হামলার ঘটনায় জড়িতদের আটকের জন্য পুলিশি অভিযান অব্যাহত রেখেছে।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নিরাপত্তা প্রাচীর ভেঙে বিমানবন্দরে বাস, প্রকৌশলী নিহত
ফরিদপুরে মন্দিরে অগ্নিকাণ্ডে এলাকা রণক্ষেত্র, ২ ভাই নিহত
হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে কেনিয়ার সেনাপ্রধানসহ নিহত ৯
বাবা-মাকে খুঁজছে ৫ বছরের অবুঝ শিশু জুনায়েদ
X
Fresh