• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

হিলিতে বিনামূল্যে ওএমএসের চাল বিতরণ শুরু

হিলি প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ০৯ এপ্রিল ২০২০, ১২:১৪
চাল বিতরণ হিলি
হিলিতে গরিবদের মধ্যে ১০টাকা কেজি মূল্যের চাল ফ্রিতে বিতরণ করা হচ্ছে

হিলিতে করোনাভাইরাসের কারণে বেকার হয়ে পড়া গরিব অসহায় দুঃস্থ মানুষদের মধ্যে সামাজিক দূরত্ব বজায় রেখে বিনামূল্যে ওএমএসের চাল বিতরণ শুরু হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১০টায় হিলি পৌরসভার সাত নম্বর ওয়ার্ড জালালপুরে এই চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

পৌরসভার প্যানেল মেয়র মিনহাজুল ইসলাম এই কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় সেখানে কাউন্সিলর ইসরাইল হোসেন উপস্থিত ছিলেন।

হিলি পৌরসভার প্যানেল মেয়র মিনহাজুল ইসলাম বলেন, ওএমএসের কার্ডধারী প্রত্যেক ব্যক্তিকে পাঁচ কেজি করে চাল বিতরণ করা হচ্ছে।

সপ্তাহে তিন দিন এই চাল বিতরণ করা হবে। পর্যায়ক্রমে পৌরসভার নয়টি ওয়ার্ডেই এই চাল বিতরণ করা হবে। ১০টাকা কেজি দরে এসব চাল দেওয়ার কথা থাকলেও পৌরমেয়র তার নিজস্ব অর্থায়নে এসব চাল সম্পূর্ণ ফ্রিতে গরিব অসহায় দুঃস্থ মানুষদের মধ্যে চাল বিতরণ করছেন।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হিলিতে তীব্র গরমে বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ
চাল আমদানি না করায় সাশ্রয়ী হয়েছে ডলার 
ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ভ্যানচালকের মৃত্যু
শেয়ারবাজারের পতন ঠেকাতে নতুন নিয়ম চালু
X
Fresh