• ঢাকা মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১
logo

হিলিতে ১৩ জনকে জরিমানা, একজনকে কারাদণ্ড

হিলি প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ০৯ এপ্রিল ২০২০, ১১:২৮
জরিমানা কারাদণ্ড করোনা
ছবি সংগৃহীত

দিনাজপুরের হিলিতে নির্দেশনা না মেনে বাড়ির বাইরে যাওয়ায় পথচারী মোটরসাইকেল আরোহীসহ ১৩ জনকে ৫৫ হাজার দুইশটাকা জরিমানা করা হয়েছে। একজনকে দুই মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

গতকাল বুধবার রাত আটটায় হিলির স্থলবন্দরের চার মাথা মোড়ে হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুর রাফিউল আলম এই দণ্ড দেন।

সময় সেখানে ১১ আনসার ব্যাটালিয়নের কমান্ডার আনোয়ার হোসেন, ওসি আব্দুর রাজ্জাক আকন্দ উপস্থিত ছিলেন।

এর আগে আজ বিকেল হতে সন্ধ্যা পর্যন্ত পুলিশ আনসার সদস্য হিলির প্রবেশপথে চেকপোস্ট বসিয়ে তাদের আটক করেন।

হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুর রাফিউল আলম জানান, নির্দেশনা না মেনে বিনা প্রয়োজনে বাড়ির বাহিরে বের হওয়ায় অনেকে মাদকসেবনের উদ্দেশে বিভিন্ন স্থান থেকে মোটরসাইকেলে করে হিলিতে আসায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সর্বমোট ১৩ জনকে ৫৫ হাজার দুইশটাকা জরিমানা করা হয়েছে। আরও একজনকে মাদকসেবন করে বিশৃঙ্খলা তৈরি করার অপরাধে দুই মাসের কারাদণ্ড দেয়া হয়েছে।

করোনার সংক্রমণ রোধে মানুষকে বাড়িতে রাখতে সামাজিক দূরত্ব নিশ্চিতে ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানিয়েছেন।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হিলি স্থলবন্দর দিয়ে ৭০০ টন আলু আমদানি
হিলিতে চালের দাম বেশি, বিপাকে সাধারণ ক্রেতা
হিলিতে যাত্রীবাহী বাস থেকে এক কেজি কোকেন জব্দ
হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু
X
Fresh