• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

দোহার-নবাবগঞ্জ আংশিক লকডাউন ঘোষণা

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৯ এপ্রিল ২০২০, ০৮:৫৪
দোহার-নবাবগঞ্জ আংশিক লকডাউন ঘোষণা

করোনাভাইরাসের সংক্রমণরোধে ঢাকার দোহার ও নবাবগঞ্জ উপজেলা আংশিক লকডাউন ঘোষণা করা হয়েছে।

দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন জানান, স্থানীয় সংসদ সদস্য (ঢাকা-১) সালমান এফ রহমান, ঢাকা জেলা প্রশাসক আবু সালেহ মোহাম্মদ ফেরদৌস খান ও ঢাকা জেলা পুলিশ সুপার মারুফ হোসেন সরদার আলোচনা করে দোহার ও নবাবগঞ্জ উপজেলার মানুষের স্বার্থে সমন্বিতভাবে এ সিদ্ধান্ত নিয়েছেন। ঢাকা জেলার এসপির নির্দেশক্রমে বৃহস্পতিবার (৯ এপ্রিল) থেকে আংশিক লকডাউনের সিদ্ধান্ত কার্যকর করবে পুলিশ।

তিনি জানান, রাজধানী ঢাকা ও পার্শ্ববর্তী কেরানীগঞ্জ উপজেলায় করোনা রোগী শনাক্ত হওয়ায় এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে।

দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরোজা আক্তার রিবা বলেন, পরিস্থিতি বিবেচনায় জনস্বার্থে আংশিক লকডাউনের সিদ্ধান্ত হয়েছে। বিভিন্ন স্থানে চেকপোস্টের মাধ্যমে যান ও মানুষ চলাচল নিয়ন্ত্রণ করা হবে।