• ঢাকা মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১
logo

করোনা উপসর্গ নিয়ে চাঁদপুরে আইসোলেশনে ৩ জন

চাঁদপুর প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ০৮ এপ্রিল ২০২০, ২২:৪১
করোনা উপসর্গ নিয়ে চাঁদপুরে আইসোলেশনে ৩ জন

করোনার বিভিন্ন উপসর্গ নিয়ে চাঁদপুর সদর হাসপাতালের আইসোলোশনে ইউনিটে একজন তরুণীসহ তিনজন ভর্তি হয়েছেন। ইতোমধ্যে তাদের নমুনা সংগ্রহ করে ঢাকায় প্রেরণ করা হয়েছে।

বুধবার (৮ এপ্রিল) সন্দেহভাজন হিসেবে তাদেরকে আইসোলেশন ইউনিটে ভর্তি করা হয়েছে।

অসুস্থ রোগীর স্বজনরা জানিয়েছেন, জ্বর, সর্দি, কাশি, গলা ব্যথা ও শ্বাসকষ্ট হলে চিকিৎসার জন্য তাদেরকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে করোনা আক্রান্ত সন্দেহে হাসপাতালের আলাদা ভবনের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করিয়ে দেন।

এদিকে রোগীদের নিয়ে আসা স্বজনসহ ও যে ক’জন চিকিৎসাসেবা দিতে গিয়ে সংস্পর্শে এসেছে তাদেরকে হোম কোয়ারেন্টিনে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসক।

চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের আরএমও ডাক্তার সুজাউদ্দৌলা রুবেল জানিয়েছেন, করোনা উপসর্গ নিয়ে হাসপাতালের আইসোলেশনের ইউনিটে ১৮ বছরের এক তরুণী এবং ২৮ ও ৪৬ বছরের দু’জন পুরুষকে ভর্তি করা হয়েছে। এদের নমুনা সংগ্রহ করে ঢাকায় প্রেরণ করা হয়েছে। এদের সাথে আসা স্বজনদেরকে আমরা হোম কোয়ারেন্টিনে থাকার পরামর্শ দিয়েছি।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
করোনায় আরও একজনের মৃত্যু
আরও ৩৫ জনের করোনা শনাক্ত
করোনায় প্রাণ গেলো আরও ১ জনের, শনাক্ত ৪৯
আরও ৪৬ জনের শারীরে করোনা
X
Fresh