• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

জয়পুরহাটের ত্রাণ সামগ্রীসহ জেলা পরিষদ সদস্য ও তার ভগ্নীপতি আটক

জয়পুরহাট প্রতিনিধি

  ০৮ এপ্রিল ২০২০, ২০:৩৫
জয়পুরহাট, ত্রাণ সামগ্রী, জেলা পরিষদ সদস্য, ভগ্নীপতি, আটক
র‍্যাবের অভিযান পরিচালনার মুহূর্ত।

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আমিরপুর গ্রাম থেকে ৬৮ প্যাকেট ত্রাণ সামগ্রীসহ জেলা পরিষদ সদস্য ফারুখ হোসেন ও তার ভগ্নীপতি দিলদার হোসেনকে আটক করেছে র‍্যাব সদস্যরা।

বুধবার (৮ এপ্রিল) বিকেলে জেলা পরিষদ সদস্যের ভগ্নীপতির বাড়ি থেকে ত্রাণ সামগ্রীগুলো উদ্ধার করা হয়।

আটককৃত ফারুখ ওই গ্রামের জয়নাল আবেদীনের ছেলে ও দিলদার একই গ্রামের মৃত মোসলেম উদ্দিনের ছেলে।

জয়পুরহাট র‍্যাবের ক্যাম্প অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোহাইমেনুর রশিদ জানান, পাঁচবিবি উপজেলার মোহাম্মদপুর, কুসুম্বা ও আওলাই ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত জেলা পরিষদ সদস্য ফারুখ হোসেন দরিদ্র মানুষের মাঝে বিনামূল্যে বিতরণের উদ্দেশ্যে ত্রাণ সামগ্রীগুলো তার ভগ্নীপতির বাড়িতে রাখেন। নিয়ম অনুযায়ী ত্রাণ সামগ্রীগুলো দ্রুততম সময়ের মধ্যে বিতরণের কথা থাকলেও তিনি অসৎ উদ্দেশ্যে সেগুলো মজুত করেছেন, এমন খবর পেয়ে ওই গ্রামে অভিযান চালিয়ে ত্রাণের মালামালসহ ওই ২ জনকে আটক করা হয়।

এ ব্যাপারে তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান র‍্যাবের অধিনায়ক।

জিএ

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জাল ভিসায় এয়ারপোর্টে ধরা, দালালের বাড়িতে ৬ যুবক
রোজায় বিনা পয়সায় যে হোটেল সেহরি-ইফতার করায়
চাঁদপুরে ২২ জেলে আটক, ১৩ জনের কারাদণ্ড 
পাবিপ্রবি ছাত্রীর আত্মহত্যা, স্বামী আটক
X
Fresh